Friday, December 6, 2024

লালন শাহ

প্র : লালন শাহের জন্ম কবে এবং কোথায়?
উ : ১লা কার্তিক ১১৭৯ (১৭৭২), হরিশপুর গ্রাম, ঝিনাইদহে। মতান্তরে ভাঁড়রা গ্রামে কুমারখালি, কুষ্টিয়া।
প্র : তিনি মূলত কী হিসেবে পরিচিত ছিলেন?
উ : বাউল সাধক ও বাউল কবি।
প্র : তাঁর জন্ম কোন পরিবারে?
উ : এক হিন্দু কায়স্থ পরিবারে।
প্র : লালনের পিতৃপ্রদত্ত নাম কী?
উ : লালনচন্দ্র কর।
প্র : তিনি কার কাছে লালিত পালিত হন?
উ : সিরাজ শাহের কাছে। তাঁর শিষ্যতুক্ষ গ্রহণ করেন বলে লালনের নামের সঙ্গে শাহ যুক্ত হয়।
প্র : তিনি কোথায় আখড়া স্থাপন করেন?
উ : কুষ্টিয়ার ছেউরিয়া গ্রামে।
প্র : তাঁর শিক্ষা কতটুকু?
উ : হিন্দু মুসলিম শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন।
প্র : তিনি কোন গান লিখে বিশেষ খ্যাতি লাভ করেন?
উ : বাউল সংগীত।
প্র : তাঁর গান কোন শিল্পগুণ সমৃদ্ধ?
উ : অধ্যাত্মভাব, মরমি রসব্যঞ্জনায় সমৃদ্ধ।
প্র : তাঁর রচিত গানের সংখ্যা কত?
উ : সহস্রাধিক।
প্র : লালনের গান কে প্রথম সংগ্রহ করেন?
উ : রবীন্দ্রনাথ ঠাকুর।
প্র : রবীন্দ্রনাথ কর্তৃক কতগুলো গান সর্বপ্রথম সংগ্রহ করা হয়?
উ : ২৯৮টি (২০টি গান তৎকর্তৃক ‘প্রবাসী’ পত্রিকায় প্রকাশ করা হয়)।
প্র : বাঙালি বিদ্বৎসমাজের কাছে লালনকে পরিচিত করার প্রথম কৃতিত্ব কার?
উ : রবীন্দ্রনাথ ঠাকুরের।
প্র : লালনের একমাত্র যে স্কেচটি প্রচলিত সেটা কে অঙ্কন করেন?
উ : অবনীন্দ্রনাথ ঠাকুর।
প্র : লালন গান কেন বাংলা হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের কাছে সমানভাবে জনপ্রিয়?
উ : লালন গান সাম্প্রদায়িক ভেদবুদ্ধিমুক্ত সর্বজনীন ভাবরসে ঋদ্ধ বলে।
প্র : তাঁর কোন গানগুলো বাউল সাহিত্যের এক অমূল্য সম্পদ?
উ : খাঁচার ভিতর অচিন পাখি’, ‘বাড়ির কাছে আরশি নগর’, ‘আমার ঘর খানায় কে বিরাজ করে’ ইত্যাদি।
প্র : বিবিসির জরিপকৃত (২০০৪) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় তাঁর স্থান কত?
উ : দ্বাদশ।
প্র : লালন শাহের মৃত্যু হয় কত সালে?
উ : ১লা কার্তিক, ১২৯৭, শুক্রবার; ১৭ই অক্টোবর, ১৮৯০।

Related Articles

Latest Articles