Friday, December 6, 2024

লিঙ্গ কাকে বলে? লিঙ্গের প্রকারভেদ ও উদাহরণ

বাংলা ভাষায় চার প্রকার লিঙ্গ আছে। যথা— স্ত্রী, পুরুষ, ক্লীব ও উভয় লিঙ্গ। লিঙ্গ মূলত শব্দ বা পদের প্রকৃতি অনুযায়ী বিভাগ। পুরুষ জাতীয় বস্তুকে পুংলিঙ্গ, স্ত্রী জাতীয় বস্তুর নামকে স্ত্রীলিঙ্গ, ক্লীব জাতীয় বস্তুর নামকে ক্লীবলিঙ্গ (স্ত্রী—পুরুষ কিছুই বোঝায় না) এবং যে পদ বা শব্দ দ্বারা স্ত্রী—পুরুষ উভয় বোঝায় তাকে উভয় লিঙ্গ বলে। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে উভয় লিঙ্গ বলে কিছু নেই। চার প্রকার লিঙ্গের উদাহরণ—

পুংলিঙ্গ: পিতা, যুবক, রাজা, ছেলে ইত্যাদি।

স্ত্রীলিঙ্গ: মা, যুবতী, রাণী, মেয়ে ইত্যাদি।

ক্লীবলিঙ্গ: কলম, চেয়ার, গাছ, পাথর ইত্যাদি।

উভয় লিঙ্গ: শিশু, সন্তান, কবি ইত্যাদি।

বাংলা ও ইংরেজি ভাষায় প্রাকৃতিক অবস্থান অনুযায়ী অর্থাৎ শব্দের প্রকৃতি অনুযায়ী লিঙ্গ বিচার করা হয়। কিন্তু সংস্কৃত, হিন্দি, উদুর্, জার্মান, ফরাসীতে শব্দের প্রকৃতি অনুসারে লিঙ্গ বিচার হয় না। প্রাণহীন বস্তু, ক্রিয়া, গুণ অথবা ধর্ম প্রকাশ করে এসব বিবেচনায় লিঙ্গ ভেদ হয়। পুরুষবাচক—স্ত্রীবাচক বিশেষ্য ও ক্লীবলিঙ্গ হয়ে থাকে। হিন্দুস্থানী ও ফার্সীতে ক্লীবলিঙ্গ নেই।

Related Articles

Latest Articles