লক্ষ্মীর বরযাত্রী, সুখের পায়রা, দুধের মাছি (সুসময়ের বন্ধু, অসময়ের কেউ নয়): লাখপতি বন্ধুর হাতে যদ্দিন টাকা আছে তদ্দিনই তোমার মত তোষামোদকারী লক্ষ্মীর বরযাত্রীরা (বা সুখের পায়রার, দুধের মাছির মত) ঘুরে বেড়াবে সে কি আমরা বুঝ না ভায়া।
লগন চাঁদ (ভাগ্যবান): হক সাহেব লগন চাঁদ বলেই চাকরিতে উন্নতি হল।
লাল বাতি জ্বালা (দেউলিয়া হওয়া) : রহিমের পরামর্শে ব্যবসা করে আমার লাল বাতি জ্বলল।
লাল হয়ে যাওয়া (ধনশালী হওয়া) : দুর্নীতি করে অনেকে লাল হয়ে গিয়েছে।
লালবাতি জ্বালানো (ধ্বংস হওয়া): ব্যাংকটা লালবাতি জ্বালানোতে অনেক লোক ক্ষতিগ্রস্ত হল।
লেজ গুটানো (ভীত হওয়া) : পুলিশকে দেখে চোরটি লেজ গুটিয়ে পালিয়ে গেল।
লেজে খেলা (চাতুরী করা): ভায়া, আমাকে নিয়ে কেবলি লেজে খেলিয়ে বেড়াচ্ছ।
লেজে গোবরে করা (বিশৃঙ্খলা) : অজিতকে কাজ দেয়া মানেই সব কাজ লেজে গোবরে করে ফেলা।
লেজে পা পড়া (স্বার্থে আঘাত লাগা): এবার তোমাদের লেজে পা পড়েছে তাই বিশৃঙ্খলা সৃষ্টি করেছ।
লেফাফা দুরস্ত (বাইরে ঠাঁট বজায় রাখা) : লোকটার লেফাফা দুরস্ত ভাব দেখে তার দারিদ্র্যের কথা বোঝাই যায় না।
লেফাফা দুরস্ত (বাইরের ঠাট): লোকটি যতই লেফাফা দুরস্ত হোক, আসলে সে কিন্তু গরীব।
লোক হাসানো (আচরণে হাস্যস্পদ হওয়া) : মিজানের আচরণই এই, সে অকারণে লোক হাসাতে পারে।
লুফে নেওয়া (সাগ্রহে গ্রহণ করা) : কামরুলের প্রস্তাবটা শাকিল লুফে নিল।
লম্বা দেওয়া (চম্পট): সাঁঝ রাতে চোর চুরি করে লম্বা দিয়েছে।
লম্বা দেয়া (পালিয়ে যাওয়া) : পুলিশের চোখে ধুলো দিয়ে চোরটি লম্বা দিয়েছে।
ললাটের লিখন (অমোঘ ভাগ্য) : ললাটের লিখন না যায় খ-ন।
তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।