Tuesday, October 8, 2024

শব্দের অর্থ সম্পর্কে সতর্কতা

অখ্যাত-(খ্যাতিহীন) আভাস-(ইঙ্গিত)
আখ্যাত-(বিখ্যাত) আভাষ-(ভূমিকা)
অনুভব-(উপলব্ধি) আসক্তি-(অনুরাগ)
অনুভাব-(মনোভাবের প্রকাশ) আসত্তি-(নৈকট্য)
অঘ্রান-(মাসবিশেষ) উদ্যত-(প্রস্তুত)
আঘ্রাণ-(সুগন্ধ গ্রহণ) উদ্ধত-(অবিনীত)
অপেক্ষা-(প্রতীক্ষা) উপযুক্ত-(যোগ্য)
উপেক্ষা-(অনাদর) উপর্যুক্ত-(উল্লি খিত)
অনিদ্র-(নিদ্রাবিহীন) উদ্দেশ-(অভিপ্রায়)
অনিদ্রা-(নিদ্রাহীনতা) উদ্দেশ্য-(লক্ষ্য)
অনীল-(নীল হয় যা) ঋতি-(গতি)
অনিল-(নীল নয় যা) রীতি-(নিয়ম)
অন্য-(অপর) কবরী-(খোপা)
অন্ন-(ভাত) করবী-(ফুলবিশেষ)
অবিমিশ্র-(বিশুদ্ধ) কপাল-(ললাট)
অবিমৃশ্য-(অবিবেচক) কপোল-(গ-)
অবিধেয়-(অন্যায়) কেন্দ্রাতিগ-(কেন্দ্র থেকে দূরে)
অভিধেয়-(প্রতিপাদ্য অর্থ) কেন্দ্রাভিগ-(কেন্দ্রের দিকে)
অভিবাসন-(দেশান্তরে বসতি) কৃতি-(রচনা, সাধনা)
অভিভাষণ-(বক্তৃতা) কৃতী-(কর্মসফল)
অবতরণ-(নেমে আসা) ঘূর্ণমান-(যা ঘুরছে)
অবতারণ-(নামিয়ে আনা) ঘূর্ণ্যমান-(ঘোরানো হচ্ছে যা)
আবৃত্তি-(সরব পাঠ) চর্চা-(অনুশীলন)
আবৃতি-(আবরণ, বেষ্টন) চর্যা-(আচরণ)
জমক-(আড়ম্বর) মতি-(মনের গতি)
যমক-(কাব্যালংকার বিশেষ) মোতি-(মুক্তা)
তত্ত্ব-(গূঢ় অর্থ) মুখপত্র-(ভূমিকা)
তথ্য-(সংবাদ) মুখপাত্র-(প্রবক্তা)
নিঃসংজ্ঞ-(একাকী) সমর্থক-(সমর্থনকারী)
নিঃসঙ্গ-(সংজ্ঞাহীন) সমার্থক-(একই অর্থবিশিষ্ট)
নিরস্ত্র-(অস্ত্রহীন) সমীহ-(সম্মান প্রদর্শন)
নিরস্ত-(ক্ষান্ত) সমীহা-(চেষ্টা, ইচ্ছা)
নিরশন-(অনাহার) শয়িত-(যে শুয়ে আছে)
নিরসন-(দূরীকরণ) শায়িত-(যাকে শোয়ানো হয়েছে)
নীতি-(সংগত বিধান) শরণ-(আশ্রয়)
নিতি-(নিত্য) স্মরণ-(স্মৃতি)
পঠন-(নিজে পড়া) সরণ-(গমন)
পাঠন-( অন্যকে পড়ানো) শান্ত-(ধীর)
পরিচ্ছদ-(পোশাক) সান্ত-(সসীম)
পরিচ্ছেদ-(গ্রন্থের বিষয় বিভাগ) শিকড়-(মূল)
পরিষদ-(সভা) শীকর-(জলকণা)
পারিষদ-(সভাসদ) শুচি-(পবিত্র)
পিতৃমাতৃহীন-(পিতামহী নেই যার) সূচি-(তালিকা)
মাতাপিতৃহীন-(মাতাপিতা নেই যার) শুদ্ধ-(পবিত্র)
মাতৃপিতৃহীন-(মাতামহ নেই যার) সুদ্ধ-(সমেত)
পূর্বরাত্র-(রাত্রির পূর্বভাগ) সংসদ-(আইনসভা, সমিতি)
পূর্বরাত্রি-(গত রাত্রি) সাংসদ-(সংসদ-সদস্য)
প্রকার-(রকম) সাক্ষর-(অক্ষরজ্ঞানসম্পন্ন)
প্রাকার-(প্রাচীর) স্বাক্ষর-(দস্তখত)
বিরচিত-(প্রণীত) স্তম্ব-(তৃণগুচ্ছ)
বীরোচিত-(বীরের উপযুক্ত) স্তম্ভ-(থাম)
বিস্তর-(প্রচুর) বিস্তার-(ব্যাপ্তি)

Related Articles

Latest Articles