বাগধারা

ষ দিয়ে বাগধারা ও বাক্য প্রয়োগ তৈরি

ষাটের কোলে (অধিক বয়স) : সাজু দেখতে দেখতে ষাটের কোলে এসে পড়ল।
ষাঁড়ের গোবর (অযোগ্য) : মেয়েটার শেষ পর্যন্ত একটা ষাঁড়ের গোবরের সাথে বিয়ে হলো।
ষাঁড়ের গোবর (অপদার্থ): তোমার মত ষাঁড়ের গোবর লোক বলে কিনা যে, মন্ত্রী হবে, দিনে দিনে আর কতই শুনব।
ষোল আনা (পুরোপুরি): স্বার্থের ব্যাপারে ষোল আনা, পরকে দেবার নাম নেই।
ষোল কড়াই কানা (সব অসার): আবুল হোসেনকে মনে হয়েছিল তুখোড়, এখন দেখছি তার স্বভাবের ষোল কড়াই কানা।
ষোলকলা (সম্পূর্ণ): শামসুল হক পিতা এনামুল হকের সাহিত্য শিল্প বোধের প্রকৃতি ষোলকলায় পেয়েছে।
ষোলো আনা (পুরাপুরি) : আমার পাওনা তোমার কাছ থেকে ষোলো আনা বুঝে নেব।
ষোলোকলা (সম্পূর্ণ) : দীর্ঘদিন অসুস্থ থাকার পর মাশরাফি দলে ফেরায় ষোলোকলা পূর্ণ হয়েছে।
ষন্ডামার্কা (একগুঁয়ে ও বলিষ্ঠ): ষন্ডামার্কা ছেলেদের নিয়ে সাহিত্য সমিতি গড়লে তার ভবিষ্যৎ কি হবে কে জানে।

তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।

Exit mobile version