Friday, June 14, 2024

সংস্কৃত শব্দের অনুসরণে বাংলা শব্দে

সংস্কৃত শব্দের অনুসরণে বাংলা শব্দে: (বিসর্গ) বসে শব্দের মাঝে অথবা শেষে।
(i) সাধারণত শব্দের শেষে: (বিসর্গ) হবে না।
অন্তত: > অন্তত, ক্রমশ: > ক্রমশ, মূলত: > মূলত, প্রধানত: > প্রধানত, প্রথমত: প্রথমত, আপাতত: > আপাতত, দৃশ্যত: > দৃশ্যত ইত্যাদি।
(ii) বিস্ময়বোধক মনোভাব বোঝাতে শব্দের শেষে: ব্যবহার করা যায়।
ওঃ, বাঃ, আঃ, ছিঃ, ইঃ ইত্যাদি।
(iii) শব্দের মাঝখানে ব্যবহৃত: বাংলায় উচ্চারণের সময় লোপ পায় না। কাজেই শব্দের মাঝেরঃ অবিকৃত থাকবে।
অধঃপতন, অন্তঃসার, দুঃসহ, নিঃশব্দ, নিঃশেষ, নিঃসন্তান, নিঃসন্দেহে, পুনঃপুন, প্রাতঃকাল, বয়ঃক্রম, মনঃক্ষুণœ, মনঃপূত, স্বতঃস্ফূর্ত।
(iv) স্ত, স্থ, স্প, স্ব, স্র-এসব যুক্তাক্ষরের আগে: থাকলে তা না ব্যবহার করলেও চলে। দুঃস্থ > দুস্থ, নিঃস্পৃহ, নিঃশ্বাস > নিশ্বাস, বক্ষঃস্থল > বক্ষস্থল।

Related Articles

Latest Articles