Wednesday, December 4, 2024

সত্যেন্দ্রনাথ দত্ত

প্র : সত্যেন্দ্রনাথ দত্তের জন্মসন কত?
উ : ১৮৮২।
প্র : তাঁর জন্মস্থান কোথায়?
উ : নিমতাগ্রাম, কলকাতা।
প্র : তিনি মূলত কী ছিলেন?
উ : কবি।
প্র : প্রথম জীবনে তিনি কোন পেশায় জড়িত ছিলেন?
উ : ব্যবসায়।
প্র : তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা কতটুকু?
উ : এন্ট্রাস (১৮৯৯), এফ.এ (১৯০১)।
প্র : তাঁর কবিতার ভাববস্তু কী?
উ : দেশাত্মবোধ, শক্তির সাধনা ও মানবতার বন্দনা।
প্র : তাঁর বহুল প্রচলিত কবিতার নাম কী?
উ : ‘মেথর’।
প্র : তাঁর কবিতা সমৃদ্ধ কীভাবে?
উ : চন্দের ঝঙ্কারে।
প্র : তিনি কী হেসেবে খ্যাত?
উ : ‘ছন্দের রাজা’ ও ‘ছন্দের জাদুকর’ হিসেবে।
প্র : তাঁর রচিত বিখ্যাত কাব্যগুলোর নাম কী?
উ : সবিতা (১৯০০), সন্ধিক্ষণ (১৯০৫), বেণু ও বীণা (১৯০৬), কুহ ও কেকা (১৯১২), অভ্র আবীর (১৯১৬), হসন্তিকা (১৯১৯), বেলা শেষের গান (১৯২৩), বিদায় আরতি (১৯২৪), কাব্য সঞ্চয়ন (১৯৩০)। অনুবাদ : তীর্থরেণু (১৯১০), মণি মঞ্জুষা (১৯১৫)।
প্র : তাঁর মৃত্যুসন কত?
উ : ২৫শে ফেব্রুয়ারি, ১৯২২।
প্র : তাঁর মৃত্যুর পর রচিত ‘সত্যের-প্রয়াণ’ কবিতা কে লেখেন?
উ : কাজী নজরুল ইসলাম।

Related Articles

Latest Articles