প্র : সমর সেনে জন্ম কত সালে ?
উ : ১০ই অক্টোবর, ১৯১৬।
প্র : তাঁর জন্মস্থান কোথায়?
উ : বাগবাজার, কলকাতা।
প্র : তিনি মূরত কী ছিলেন?
উ : কবি। তাঁকে আধুনিক যুগের নাগরিক কবি বলা হয়?
প্র : তাঁর কবিতায় কোন দিকটি বলিষ্ঠভাবে রূপায়িত হয়েছে?
উ : নগর জীবনের ক্লেদ ও গ্লানি, মধ্যবিত্ত জীবনের সংকট, সংশয়, নীতিহীনতা ও আত্মকেন্দ্রিকতা এবং সংগ্রামী গণচেতনা।
প্র : তিনি কার কাব্যধারার বিপরীতে কবিতা লিখেন?
উ : রবীন্দ্রনাথের কাব্যধারার বিপরীতে।
প্র : তিনি কোন সাহিত্যের একজন দক্ষ অনুবাদক?
উ : রুশ সাহিত্যের।
প্র : ত৭ার কাব্যগ্রন্থগুলোর নাম কী?
উ : কয়েকটি কবিাত (১৯৩৭), গ্রহণ ও অন্যান্য কবিতা (১৯৪০), নানাকথা (১৯৪২), খোলাচিঠি (১৯৪৩), তিন পুরুষ (১৯৪৪), সমর সেনের কবিতা (১৯৫৪)। গদ্যগ্রন্থ : বাবু বৃত্তান্ত (১৯৭৮)।
প্র : তাঁর মৃত্যুসন করেন?
উ : ১৯৮৭।