Friday, December 6, 2024

সমাসবদ্ধ পদ

সমাসবদ্ধ পদ সাধারণত পাঁক না রেখে এক সাথে লিখতে হবে।
গদ্যসাহিত্য, ইচ্ছেমত, উন্নয়নশীল, গোঁফখেজুরে, ইচড়েপাকা, পকেটমার, পাওনাদার, বিশ্ববিখ্যাত, সিংহাসন, আন্তরিকভাবে, সমাধানসহ।
আবশ্যিক ক্ষেত্রে এবং দুই পদ বিপরীত জাতীয় হলে (এক সঙ্গে মেলানো সহজ নয়) যুক্তপদের মাঝে হাইফেন (-) রাখার নিয়ম। দুইয়ের অধিক পদের সংযোগে হাইফেন অপরিহার্য হয়ে পড়ে।
লোক-হাসানো, না-দেখা, আইন-শৃঙ্খলা, কাগজে-কলমে, ডাল-তেল-লবণ ইত্যাদি।
সাধারণত বিশেষণ পদ পরবর্তী পদের সাথে যুক্ত হয় না।
অনেক টাকা, বিদ্রোহী কবি, বিশেষ সভা, আংশিক উত্তর, সুনীল আকাশ, ভালো দিন।
তবে সমাসবদ্ধ হলে বিশেষণও যুক্ত হয়-বিগতযৌবন, বড়নবাব, ছোটসাহেব।

Related Articles

Latest Articles