Wednesday, December 4, 2024

সমাসে ই-ঈ-কার

‘প্রাণিন্, ধনিন্, ইস্তিন্’ প্রভৃতি ইন্-প্রত্যয়ান্তশব্দ প্রথমার একবচনে পুংলিঙ্গে ঈ-কারান্তহয় এবং বাংলায় তাহাই চলে, যথা- ‘প্রাণী, ধনী, হস্তী’। সংস্কৃত ব্যাকরণ অনুসারে সমাসে ‘প্রাণিসমূহ, ধণিগণ, হস্তিযূথ’ ইত্যাদি। কিন্তু বাংলায় এই নিয়ম সকলে সর্বত্র মানেন না, ‘প্রাণীবৃন্দ, যাত্রীগণ, সঙ্গীহীন’ ইত্যাদি লেখেন।
সংস্কৃতে ইন্-প্রত্যয়ান্তশব্দ ক্লীবলিঙ্গে ই-কারান্তহয়, কিন্তু বাংলার ঈ-কারান্তরূপ চলে, যথা- ‘স্থায়ী বস্তু’।

Related Articles

Latest Articles