সংস্কৃত ইন-প্রত্যয়ান্ত শব্দের প্রথমার একবচনের রূপ হিসেবে বাংলায় ধনী, পাপী, গুণী ইত্যাদি শব্দ এসেছে। কিন্তু নিঃ (র্নি)-উপসর্গযোগে সমাসবদ্ধ হলে এগুলোর অন্তে ঈ-কার হওয়ার কথা নয়। কারণ, এসব ক্ষেত্রে ধনী, পাপী ইত্যাদি শব্দের সঙ্গে সমাস হয় না, সমাস হয় ধন, পাপ ইত্যাদি শব্দের সঙ্গে। যেমন: নেই ধর যার = নির্ধন, নেই পাপ যার = নিষ্পাপ। এই নিয়মে নির্ধনী, নিষ্পাপী ইত্যাদি শব্দ অশুদ্ধ। এ রকম:
[অশুদ্ধ] – [শুদ্ধ] – [অশুদ্ধ] – [শুদ্ধ]
নিরপরাধী – নিরপরাধ – নির্জ্ঞানী – নির্জ্ঞান
নিরভিমানী – নিরভিমান নির্দোষী – নির্দোষ
নিরহঙ্কারী – নিরহঙ্কার – নির্ধনী – নির্ধন
নির্গুণী – নির্গুণ – নীরোগী – নীরোগ
সমাস-ঘটিত অন্যান্য অশুদ্ধি
অতলস্পর্শ (অতলস্পর্শী নয়) – মহিমম-িত (মহিমাম-িত নয়)
অর্ধরাত্র (অর্ধরাত্রি নয়) – মাতৃজাতি (মাতাজাতি নয়)
অহর্নিশ (অহর্নিশি নয়) – যুবরাজ (যুবরাজা নয়)
অহোরাত্র (অহোরাত্রি নয়) – রাজগণ (রাজাগণ নয়)
গরিমম-িত (গরিমাম-িত নয়) – সক্ষম (সক্ষমিত নয়)
গরিমময় (গরিমাময় নয়) – সলজ্জ (সলজ্জা নয়)
দিবারাত্র (দিবারাত্রি নয়) – সশঙ্ক (সশঙ্কা নয়)
পিতৃহারা (পিতাহারা নয়) – সুবুদ্ধি (সুবুদ্ধিমান নয়)
ভ্রাতৃবৃন্দ (ভ্রাতাবৃন্দ নয়)