Wednesday, December 4, 2024

সাঈদ আহমদ

প্র : সাঈদ আহমদ কবে কোথায় জন্মগ্রহণ করেন?
উ : শিক্ষাসনদ অনুসারে ১৯৩১ সালের ১লা জানুয়ারি তাঁর জন্ম। জন্মেছেন পুরাতন ঢাকার ইসলামপুরের আশেক লেনে।
প্র : তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা কোন পর্যন্ত?
উ : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পোস্টগ্রাজুয়েশন।
প্র : তিনি কোন পদে অবসর নিয়েছেন?
উ : বাংলাদেশ সরকারের সচিব পদ থেকে অবসর নিয়েছেন।
প্র : তাঁর রচিত নাটকসমূহের নাম কী?
উ : কালবেলা (১৯৬২), মাইলপোস্ট (১৯৬৪), তৃষ্ণায় (১৯৬৯), প্রতিদিন একদিন (১৯৭৫), শেষ নবাব (১৯৮৭)।
প্র : তিনি বাংলাদেশের নাটকে কোন ধারার প্রবর্তক?
উ : অ্যাবসার্ড ধারা।
প্র : কীভাবে তিনি অ্যাবসার্ড ধারার প্রতি আকৃষ্ট হন?
উ : ১৯৫৪ সালে লন্ডনে স্যামুয়েল বেকেটের নাটক দেখে তিনি অ্যাবসার্ড ধারার প্রতি আকৃষ্ট হন।
প্র : ‘নট আই’ কী?
উ : সাঈদ আহমদ রচিত ইংরেজি নাটক। ১৯৫৭ সালে পাকিস্তানে অবস্থানকালে তিনি এটি রচনা করেন। নাটকটি প্রশংসিতও হয়। কিন্তু এর পান্ডুলিপি তিনি নিজেই ছিঁড়ে ফেলেন।
প্র : তাঁর ‘কালবেলা’ নাটক কোন পরিপ্রেক্ষিতে রচিত?
উ : পূর্ব পাকিস্তান ১৯৬০ সালে সংঘটিত হয় প্রবল ঘূর্ণিঝড়। এই ঝড়কে পটভূমি করে পরের বছরই সাঈদ আহমদ রচনা করে ইংরেজি নাটক ‘দ্য থিংক’। এটি করাচিতে মঞ্চায়ন করে আমেরিকান এক নাট্যদল। পরে উর্দুতে মঞ্চায়ন হয় করাচি ও রাওয়ালপিন্ডিতে। এই নাটক ‘কালবেলা নামে বাংলায় অনূদিত হয়ে ঢাকা মঞ্চায়ন হয় ১৯৬২ সালে।
প্র : তাঁর ‘তৃষ্ণায়’ নাটক কোন ইংরেজি নাটকের অনুবাদ?
উ : ‘দ্য সারভাইবেল’।
প্র : অ্যাবসার্ডধর্মী নাটকের বাইরে সাঈদ আহমদের অন্য নাটকগুলো কী?
উ : অ্যাবসার্ড ধারার বাইরে এসে ১৯৭৫ সাল দেশের আর্থ-সামাজিক অবস্থা নিয়ে লেখেন ‘প্রতিদিন একদিন’ নাটক। তাঁর রচিত শেষ নাটক ‘শেষ নবাব’ (১৯৮৭) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনালোকে রচিত।
প্র : নাট্যগ্রন্থ ছাড়া তিনি আর কী লিখেছেন? কী করতেন?
উ : নাটকের পাশাপাশি তিনি সঙ্গীত ও শিল্প-সমালোচক হিসেবে খ্যাতি অর্জন করেন। এসব বিষয়ে তাঁর প্রকাশিত বইসমূহ- আর্ট ইন বাংলাদেশ, পেইন্টিং ইন বাংলাদেশ, ফাইভ পেইন্টিংস অব বাংলাদেশ, কনটেম্পোরারি আর্ট, কনটেম্পোরারি আর্ট অব বাংলাদেশ। ‘বিশ্বনাটক’ নামে দীর্ঘদিন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান তিনি পরিকল্পনা ও উপস্থাপনা করেন বাংলাদেশ টেলিভিশনে।
প্র : তিনি কোন কোন পুরস্কার লাভ করেন?
উ : বাংলা একাডেমী পুরস্কার (১৯৭৫), জার্মানির ট্রাস্টেল অ্যাওয়ার্ড (১৯৮৩) ফরাসি সরকারের সর্বোচ্চ পুরস্কার লিজিওন ডি অনার (১৯৯৩), ওয়াশিংটন ডিসির এরেনা থিয়েটারে এক সারি আসনের নাম রাখা হয়েছে ‘সাঈদ আহমদ রো’।
প্র : তিনি কবে মৃত্যুবরণ করেন?
উ : ২০১০ খ্রিষ্টাব্দের ২১শে জানুয়ারি বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।

Related Articles

Latest Articles