প্র : সানাউল হকের জন্ম কোথায়, কবে ?
উ : মে ২৩, ১৯২৪; চাউড়া গ্রাম, ব্রাহ্মণবাড়িয়া।
প্র : তিনি মূরত কী ছিলেন?
উ : কবি।
প্র : তাঁর কবিকল্পনার অনুভূতি কী ছিল?
উ : প্রেম, নিসর্গ, স্বদেশ ও বিভিন্ন সূক্ষ্ম মানসিক কল্পনা অনুভূত।
প্র : তাঁর প্রকাশিত গ্রন্থগুলো রনাম কী?
উ : নদী ও মানুষের কবিতা (১৯৫৬), সম্ভবা অনন্যা (১৯৬২), সূর্য অন্যতম (১৯৬৩), বিচূর্ণ আর্শিতে (১৯৭৩), পদ্মিনী শঙ্খিনী (১৯৭৬), উত্তীর্ণ পঞ্চাশে (১৯৮৪)। রম্যরচনা : বন্দর থেকে বন্দরে (১৯৬৪)।
প্র : তিনি কী কী পুরস্কার লাভ করেন?
উ : বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৪), ইউনেস্কো পুরস্কার (১৯৬৯), একুশের পদক (১৯৮৩)।
প্র : তাঁর মৃত্যুসন কত?
উ : ৪ঠা মে, ১৯৯৩।