প্র : শামসুজ্জামান খান কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৯৪০ খ্রিষ্টাব্দের ২৯শে ডিসেম্বর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চারিগ্রামে।
প্র : তাঁর মা-বাবার নাম কী?
উ : মা শামসুন্নাহার খানম; বাবা আবদুর রহমান খান।
প্র : শামসুজ্জামান খানের শিক্ষাজীবন সম্পর্কে লেখ।
উ : তিনি ১৯৫৬ খ্রিষ্টাব্দে চারিগ্রাম এসআই খান হাই স্কুল থেকে মাধ্যমিক, ১৯৫৯ খ্রিষ্টাব্দে জগন্নাত কলেজ থেকে উচ্চমাধ্যমিক, ১৯৬২ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় সম্মানসহ øাতক, ১৯৬৩ খ্রিষ্টাব্দে øাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
প্র : কর্মসূত্রে তিনি কোথায় কোথায় সংযুক্ত ছিলেন?
উ : ১৯৬৪ খ্রিষ্টাব্দে তিনি বিক্রমপুর হরগঙ্গা কলেজের প্রভাষক, সেখান থেকে আসেন জগন্নাথ কলেজে প্রভাষক হিসেবে, থাকেন ১৯৬৮ খ্রিষ্টাব্দ পর্যন॥ জগন্নাথ কলেজ থেকে যোগ দেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ১৯৭৩ খ্রিষ্টাব্দে চলে আসেন বাংলা একাডেমীর উপপরিচালক পদে। পরে তিনি বাংরা একাডেমীর মহাপরিচালক হন।
প্র : তিনি কোন কোন প্রতিষ্ঠানের মহাপরিচালক হন?
উ : বাংরাদেশ শিল্পকলা একাডেমী, জাতীয় জাদুঘর, বাংরা একাডেমী।
প্র : তাঁর রচিত গ্রন্থাবলির মধ্যে উল্লেখযোগ্য কোনগুলো?
উ : প্রবন্ধগ্রন্থ : নানা প্রসঙ্গ (১৯৮৩), গণসঙ্গতি (যৌথ : ১৯৮৫), বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও প্রাসঙ্গিক কথকতা (১৯৯৫), ফোলোরচর্চা (২০০৬); রম্য-রচনা : ঢাকাই রঙ্গরসিকতা (২০০১), গ্রামবাংরার রঙ্গরসিকাতা (২০০৪), গ্রামবাংলার রঙ্গ গল্প (২০০৬); শিশু-সাহিত্য : দুনিয়া মাতানো বিশ্বকাপ (১৯৮৭)।
প্র : তিনি কোন কোন পুরস্কার ও পদকে ভূষিত হন?
উ : অগ্রণী ব্যাংক পুরস্কার (১৯৮৭), কালুশাহ পুরস্কার (১৯৮৭), দীনেশচন্দ্র সেন ফোলোর পুরস্কার (১৯৯৪), বাংরা একাডেমী পুরস্কার (২০০১), মীর মশাররফ হোসেন স্বর্ণপদক (২০০৪) ইত্যাদি।