প্র : সিকান্দার আবু জাফরের জন্সমন কত?
উ : ১৯১৯।
প্র : তাঁর জন্মস্থান কোথায়?
উ : তেঁতুলিয়া গ্রাম, খুলনা (বর্তমানে সাতক্ষীরা)।
প্র : তিনি মূলত কী ছিরেন?
উ : কবি, সঙ্গীতরচয়িতা, নাট্যকার ও সাংবাদিক।
প্র : তাঁর পিতার নাম কী ছিল?
উ : সৈয়দ মইনুদ্দীন হাশেমী।
প্র : তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা কতটুকু?
উ : ম্যাট্রিক পাস, ১৯৩৬।
প্র : তাঁর পেশা কী ছিল?
উ : সাংবাদিকতা।
প্র : তিনি কোন কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিরেন?
উ : দৈনিক ইত্তেফাক, সহযোগী সম্পাদক (১৯৫৩); দৈনিক মিল্লাত, সহযোগী সম্পাদক (১৯৫৪); মাসিক সমকাল সম্পাদক (১৯৫৭)।
প্র : তিনি কোন পত্রিকা সম্পাদনা করে স্মরণীয় হয়ে আছেন?
উ : মাসিক সমকাল। (এ-প্রসঙ্গে আরো জানার জন্য দ্রষ্টব্য এই বইয়ের ‘বাংরা পত্র-পত্রিকা’ অংশ।)
প্র : তাঁর রচিত সংগ্রামের বিখ্যাত গান কোনটি?
উ : আমাদের সংগ্রাম চলবেই, জতার সংগ্রাম চলবেই।
প্র : তাঁর রচিত গ্রন্থাবলির নাম কী?
উ : কবিতা : প্রসন্ন প্রহর (১৯৬৫), বৈরীবৃষ্টিতে (১৯৬৫), তিমিরান্তক (১৯৬৫), কবিতা (১৩৭২), বৃশ্চিকলগ্ন (১৯৭১) ইত্যাদি। নাটক : শকুন্ত উপাখ্যান (১৯৫৮), সিরাজউদ্দৌলা (১৯৬৫), মহাকবি আলাওল (১৯৬৫)। উপন্যাস : মাটি আর অশ্রু(১৯৪২), জয়ের পথে (১৯৪২), পূরবী (১৯৪৪), নবী কাহিনী (১৯৫১)।
প্র : কত সনে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন?
উ : ১৯৬৬।
প্র : তাঁর মৃত্যুতারিখ কত?
উ : ৫ই অগস্ট, ১৯৭৫।