প্র : সিরাজুল ইসলাম চৌধুরী কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৯৩৬ সারের ২৩শে জুন, বিক্রমপুরের বাড়ৈখালিতে।
প্র : তিনি মূলত কী হিসেবে পরিচিত?
উ : প্রাবন্ধিক ও অধ্যাপক।
প্র : তাঁর প্রকাশিত প্রধান গ্রন্থগুলো নাম কী?
উ : প্রবন্ধ-গবেষণা : অম্বেষা (১৯৭৩) , নিরাশ্রয় গৃহী (১৯৭৩), আরণ্যক দৃশ্যাবলী (১৯৭৪), অনতিক্রান্তবৃস্ত (১৯৭৪), শরৎচন্দ্র ও সামন্তবাদ (১৯৭৫), বঙ্কিমচন্দ্রের জমিদার ও কৃষক (১৯৭৬), স্বাধীনাত ও সংস্কৃতি (১৯৭৯), ঊনবিংশ শতাব্দীর বাংরা গধ্যের সামাজিক ব্যাকরণ (১৯৮০), বাঙালি কাকের বলি (১৯৮২), বাঙালিকে কে বাঁচাবে (১৯৮৩), বৃত্তের ভাঙা-গড়া (১৯৮৪), নেতা জনতা ও রাজনীতি (১৯৮৬), ভয় পেয়ো না, বেঁচে আছি (১৯৯৫), বাঙালীর জাতীয়তাবাদ (২০০০), গণতন্ত্রের সন্ধানে (২০০৬) ইত্যাদি। গল্প : ভারো মানুষের জগৎ (১৯৯০)। ছোটদের উপন্যাস : বাবুলের বেড়ে ওঠা (১৯৯১)। ছোটদের গল্প দরজাটা খোলো (১৯৮৯)। অনুবাদ : এ্যারিস্টটলের কাব্যতত্ত্ব (১৯৭২), ইবসেনের বুনো হাঁস (১৯৬৫), হাউসম্যানের ক্যাব্যের স্বভাব (১৯৬৫)।
প্র : তিনি কী কী পুরস্কার লাভ করেন?
উ : লেখক সংঘ পুরস্কার (১৯৭৫), বাংলা একাডেমী পুরস্কার (১৯৭৬), লেখিকা সংঘ পুরস্কার (১৯৮০), একুশে পদক (১৯৯৬), ঋষিজ পদক (২০০২)।