প্র : সুকান্ত ভট্টাচার্যের জন্সন কত?
উ :৩০শে শ্রাবণ, ১৩৩৩।
প্র : তাঁর জন্মস্থান কোথায়?
উ : কালিঘাট, কলকাতা।
প্র : তাঁর পৈতৃক নিবাস কোথায়?
উ : কোটালিপাড়া, গোপালগঞ্জ।
প্র : তাঁকে কী বলা হয়?
উ : কিশোরকবি।
প্র : তাঁর কবিতায় কোন দিকটি বলিষ্ঠভাবে প্রকাশ পায়?
উ : শোষিত মানুষের জীবন-যন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের হুঙ্কার।
প্র : তাঁর রচিত গ্রন্থের নাম কী?
উ : ছাড়পত্র (১৩৫৪), ঘুম নেই (১৩৫৭), পূর্বভাস (১৩৫৭), অভিযান (১৩৬০), হরতাল (১৩৬৯) ও গীতিগুচ্ছ (১৩৭২)।
প্র : ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থের পরিচয় দাও।
উ : ‘ছাড়পত্র’ (১৯৪৭) কবির মৃত্যুর তিনমাস পর প্রকাশিত হয়। এটি বাংরা রাজনৈতিক কবিতার ইতিহাসে একটি স্মরণীয় গ্রন্থ। এই গ্রন্থের অনেক কবিতা বলিষ্ঠ উচ্চারণে এবং মৌলিক চিত্রকল্প সৃস্টিতে অসামান্য। ‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি/নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’-এই পঙ্ক্তিগুলো কাব্যটিকে মহিমস্বিত করেছে।
প্র : পঞ্চাশের সন্বন্তর উপলক্ষ করে তিনি কোন সাহিত্য সংকলন সম্পাদনা করেন?
উ : আকাল।
প্র : ‘আকাল’-এর পরিচয় দাও।
উ : ‘আকাল’ (১৯৪৩) একটি সংকলন। পঞ্চামের মম্বন্তর এই সংকলনের কবিতাগুলির মূল প্রেরণা। বিভিন্ন পত্রিকা তেকে সংকলন ও সম্পাদনা করে এই কবিতাগুচ্ছের একটি মূল্যবান ভূমিকা লিখেছিরেন সুকান্ত। ১৯৬৬ সালে সুভাষ মুখোপাধ্যায়ের ভূমিকাসহ এর নতুন সংস্করণ প্রকাশিত হয। এটি ছিল সুকান্তের জীবিতাবস্থায় প্রকাশিত একমাত্র গ্রন্থ।
প্র : ‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি’ – কে বলেছেন?
উ : কবি সুকান্ত।
প্র : সুকান্ত কত বছর বয়সে কীভাবে মারা যান?
উ : ২০ বৎসর ৯ মাস বয়সে যক্ষ্মা রোগে।
প্র : তাঁর মৃত্যুতারিখ কত?
উ : ২৯শে বৈশাখ, ১৩৫৪।