Friday, June 14, 2024

সুকুমার রায়

প্র : সুকুমার রায়ের জন্মসন কত?
উ : ৩০শে অক্টোবর, ১৮৮৭।
প্র : তাঁর জন্মস্থান কোথায়?
উ : মাসুয়া গ্রা, কিশোরগঞ্জ।
প্র : তিনি মূলত কী ছিলেন?
উ : শিশুসাহিত্যিক।
প্র : তাঁর পিতার নাম কী?
উ : উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
প্র : সত্যজিৎ রায় সুকুমার রা য়ের কী?
উ : পুত্র।
প্র : তিনি কীভাবে শিশুদের মন জয় করতেন?
উ : অনুপম ভাষায় গল্প, নাটক, কবিতা ও প্রবন্ধ লিখে।
প্র : তাঁর লেখা কোন বইগুলো বাংলা শিশুতোষ সাহিত্যের অমর সৃষ্টি?
উ : আবোল তাবোল (১৯২৩), হ-য-ব-র-ল (১৯২৪), পাগলা দাশু (১৯৪০), বহুরূপী (১৯৪৪), খাই খাই (১৯৫০) ইত্যাদি।
প্র : তিনি অন্য কী হিসেবে খ্যাত?
উ : সুগায়ক ও সুঅভিনেতা হিসেবে।
প্র : তাঁর মৃত্যু হয় কত সনে?
উ : ১৯২৩।

Related Articles

Latest Articles