প্র : সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের জন্ম কবে, কোথায়।
উ : ২৬শে অক্টোবর, ১৮৯০; পশ্চিমবঙ্গের হাওড়ায়।
প্র : তিনি মূলত কী?
উ : বাংলা ভাষার শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী।
প্র : তাঁর কর্মজীবন কোথায় শুরু হয়।
উ : ১৯১৪ খ্রিষ্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজির লেকচারার পদে।
প্র : লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি কী অর্জন করেন?
উ : ফোনেটিক্সে ডিপ্লোমা ও ডি.লিট।
প্র : তিনি কী কী ভাষা জানতেন?
উ : বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি, উর্দু, প্রাকৃত, পারসি, আইরিশ, গোথিক, জার্মান ইত্যাদি।
প্র : সুনীতিকুমারের বিখ্যাত গ্রন্থের নাম কী?
উ : অরিজিন এন্ড ডেভলেপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ (১৯২১)।
প্র : সংক্ষেপে এই গ্রন্থকে কী বলে?
উ : ODBL
প্র : রবীন্দ্রনাথ সুনীতিকুমারের প্রশংসা কীভাবে করেন?
উ : ‘শেষের কবিতা’ গ্রন্থে সুনীতিকুমারের স্বীকৃতি আছে। তাছাড়া রবীন্দ্রনাথ তাঁকে ভাষাচার্য উপাধি দেন।
প্র : সুনীতিমুকার রচিত গ্রন্থের সংখ্যা কত?
উ : বিভিন্ন ভাষায় ৩৮০টি।
প্র : তাঁর কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম লিখ।
উ : বেঙ্গলি ফোনেটিক রিডার্স (১৯২৮), বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা (১৯২৯), সরল ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ (১৯৪৫), ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচর অফ মর্ডাণ ইন্ডিয়া (১৯৬৩) ইত্যাদি।
প্র : তিনি কবে মৃত্যুবরণ করেন?
উ : ২৯শে মে, ১৯৭৭; কলকাতায়।