আধুনিক যুগ

সুফিয়া কামাল

প্র : সুফিয়া কামাল কবে, কোথায় জন্মগ্রহণ করেন ?
উ : ১৯১১ সারের ২০শে জুন, বরিশারের শায়েস্তাবাদে।
প্র : তাঁর পৈতৃক নিবাস কোথায়?
উ : কুমিল্লায়।
প্র : তাঁর মাতা-পিতার নাম কী?
উ : মাতা- সৈয়দা সাবেরা খাতুন; পিতা- সৈয়দ আবদুল বারি।
প্র : রোকেয়ার সঙ্গে তাঁর কবে সাক্ষাৎ হয়?
উ : ১৯১৮ সালে কলকাতায়।
প্র : কবে, কার সঙ্গে তাঁর প্রথম বিয়ে হয়?
উ : মামাত ভাই সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে, ১৯২৩ সালে।
প্র : তখন তিনি কী নামে পরিচিত হন?
উ : সুফিয়া এন. হোসেন।
প্র : তাঁকে কী বলা হয়?
উ : জননী সাহসিকা।
প্র : তিনি মূলত কী হিসেবে পরিচিত?
উ : কবি।
প্র : তাঁর রচিত প্রথম গল্পের নাম কী?
উ : সৈনিক বধূ। রচনা হয় ১৯২৩ সালে। বরিশালের ‘তরুণ’ পত্রিকায় প্রকাশ পায়্
প্র : কার অনুপ্রেরণায় তিনি অভিজাত সৈয়দ বংশের মুসলিম নারীদের পোশাকের পরিবর্তে চরকায় কাটা সুতোর শাড়ি পরিধান আরম্ভ করেন?
উ : ১৯১৫ সালে বরিশালে মহাত্মা গান্ধীর সঙ্গে তাঁর দেখা হলে গান্ধীর অনুপ্রেরণায় তিনি এই সাধারণ পোশাক পরিধান আরম্ভ করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি অনাড়ম্বর পোশাকে অভ্যস্ত ছিলেন।
প্র : সুফিয়ার স্বামী সৈয়দ নেহাল কবে কীভাবে মৃত্যুবরণ করেন?
উ : ১৯৩২ সালে যক্ষ্মা রোগে।
প্র : কত সালে কার সঙ্গে তাঁর দ্বিতীয়বার বিয়ে হয়?
উ : ১৯৩৯ সালে চট্টগ্রাম নিবাসী লেখক কামালউদ্দনি আহমদের সঙ্গে। এরপর থেকে তিনি ‘সুফিয়া কামাল’ নাম গ্রহণ করেন।
প্র : সুফিয়া কামাল কোন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন?
উ : ‘বেগম’ (১৯৪৭) পত্রিকা।
প্র : তিনি কোন মহিলা সংগঠন প্রতিষ্টা ও নেতৃত্ব দেন?
উ : মহিলা সংগ্রাম পরিষদ (১৯৬৯)। আজ এর নাম বাংলাদেশ মহিলা পরিষদ।
প্র : তাঁর প্রকাশিত গ্রন্থগুলির নাম কী?
উ : কবিতা : সাঁঝের মায়া (১৯৩৮), মন ও জীবন (১৯৫৭), উদাত্ত পৃথিবী (১৯৬৪), অভিযাত্রিক (১৯৬৯), মোর যাদুদের সমাধি পরে (১৯৭২), মায়া কাজল (১৯৯১) ইত্যাদি। গল্প : কেয়ার কাঁটা (১৯৩৭)। শিশুতোষ : ইতল বিতল (১৯৬৪), নওল কিশোরের দরবারে (১৯৮২)। আত্মজীবনী : একালে আমাদের কাল (১৯৮৮)। ডায়েরি : একাত্তরের ডায়ারী (১৯৮৯)।
প্র : তিনি কোন ধরনের কবি?
উ : রবন্দ্রি কাব্যধারার গীতিকবিতা রচয়িতা।
প্র : তিনি কী কী পুরস্কার লাভ করেন?
উ : বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২), লেনিন পুরস্কার, রাশিয়া (১৯৭০), একুশে পদক (১৯৭৬), বেগম রোকেয়া পদক (১৯৯৬), স্বাধীনতা পুরস্কার (১৯৯৭) ইত্যাদি।
প্র : কবে, কোথায় তাঁর মৃত্যু ঘটে?
উ : ১৯৯৯ সালের ২০শে নবেম্বর, ঢাকায়।

Exit mobile version