প্র : সেলিনা হোসেন কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৯৪৭ সালের ১৪ই জুন, রাজশাহিতে।
প্র : তিনি মূরত কী?
উ : কথাশল্পী।
প্র : তাঁর উপন্যাসের মূলবিষয় কী?
উ : অবরুদ্ধ সমাজে মুক্তচিন্তা ও মানুষের মুক্তির আকুতি।।
প্র : তাঁর প্রকাশিত প্রধান গ্রন্থগুলোর নাম কী?
উ : প্রবন্ধ : স্বদেশে পরবাসী (১৯৮৫), একাত্তরের ঢাকা (১৯৯০), নির্ভয় করো হে (১৯৯৮), মুক্তো করো ভয় (২০০২), ঘর গেরস্থির রাজনীতি। (২০০৭)।
গল্প : উৎস থেকে নিরন্তর (১৯৬৯), পরজন্ম (১৯৮৬), মানুষটি (১৯৯৩), মতিজানের মেয়েরা (১৯৯৫), অনূঢ়া পূর্ণিমা (২০০০), একালের পান্তাবুড়ি (২০০২), নারীর রূপকথা (২০০৭)।
উপন্যাস : জলোচ্ছ্বাস (১৯৭২), হাঙর নদী গ্রেনেড (১৯৭৬), মগ্ন চৈতন্যে শিস (১৯৭৯), যাপিত জীবন (১৯৮১), নীল ময়ূরের যৌবন (১৯৮৩), পোকামাকড়ের ঘরবসতি (১৯৮৬), নিরন্তর ঘণ্টাধ্বনি (১৯৮৭), কালকেতু ও ফুল্লরা (১৯৯২), গায়ত্রী সন্ধ্যা (১ম খন্ড ১৯৯৪; ২য় খন্ড ১৯৯৫; ৩য় খন্ড ২০০৬), লারা (২০০০), কাঠকয়লার ছবি (২০০১), ঘুমকাতুরে ঈশ্বর (২০০৪), অপেক্ষা (২০০৭), পূর্ণছবির মগ্নতা (২০০৮), যমুনা নদীর মুশায়রা (২০০৯) ইত্যাদি।
প্র : ‘পোকামাকড়ের ঘরবসিত” (১৯৮৬) উপন্যাস। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নদীর মধ্যে শাহপরিদ্বীপ নামক এক ছোটো দ্বীপের মানুষের, বিশেষকরে মাঝিদের সংগ্রামী জীবনর বাস্তব রূপায়ণ।
উ : ‘উৎস থেকে নিরন্তর’ গ্রন্থের পরিচয় দাও।
প্র : এটি সেলিনা হোসেনের লেখা প্রথম গল্পগ্রন্থ, প্রকাশিত হয ১৯৬৯ সালে। গৈরিক বাসনা, বৈশাখী গান, রতি বিলাস, মাস্টার, কান্নার তৃতীয় দিন, গোলাপ ফোঁটা সকার, খেয়াঘাট ইত্যাদি সংকলিত হয়েছে গ্রন্থটি। বিচিত্র বিষয় নিয়ে প্রথম গল্পগ্রন্থেই সেলিনা হোসেন স্বাতন্ত্র্যের পরিচয় দেন। ভাষা আন্দোলন, নারী-পুরুষের সমতা প্রত্যাশা, গ্রামীণ পারিবারিক পরিম-লের ভাঙ্গন ইত্যাদি তাঁর গল্পের বিষয়্
উ : তিনি কী কী পুরস্কার লাভ করেন?
প্র : মুহাম্মদ এনামুল হক স্বর্ণপদক (১৯৬৯), বাংলা একাডেমী পুরস্কার (১৯৮০), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮১), ফিলিপস্ পুরস্কার (১৯৮৮), অনন্যা সাহিত্য পুরস্কার (১৯৯৪), বাংরাদেশ চলচ্চিত্র পুরস্কার (১৯৯৭)।