Wednesday, September 11, 2024

সৈয়দ আলী আহসান

প্র : সৈয়দ আলী আহসান কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৯২২ সালের ২৬শে মার্চ, যশোরের কাদিয়া নামক স্থানে।
প্র : তিনি মূরত কী হিসেবে পরিচিত?
উ : অধ্যাপক ও লেখক।
প্র : তিনি কর্মজীবনে কোন কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন?
উ : ঢাকা, চট্টগ্রাম ও করাচি বিশ্ববিদ্যালয়।
প্র : তিনি কোন দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পারন করেছেন।
উ : জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
প্র : তাঁর কবিতার বৈশিষ্ট্য কী?
উ : ভাববস্তুতে ঐতিহ্য সচেতনতা, সৌন্দর্যবোধ ও দেশপ্রীতি।
প্র : তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো কী?
উ : কাব্যগ্রন্থ : অনেক আকাশ (১৯৫৯), একক সন্ধ্যায় বসন্ত (১৯৬৪), উচ্চারণ (১৯৬৮), আমার প্রতিদিনের শব্দ, সমুদ্রেই যাবো।
প্রবন্ধ-গবেষণাগ্রন্থ : নজরুল ইসলাম (১৯৫৭), কবিতার কথা (১৯৫৭), কবিতার কথা ও অন্যান্য বিবেচনা (১৯৬৮), আধুনিক বাংলা কবিতা : শব্দের অনুষঙ্গে (১৯৭০), রবীন্দ্র কাব্যবিচারে ভূমিকা (১৯৭৪), কবি মধুসূদন, বাংলা সাহিত্যের ইতিহাস, সতত স্বাগত, শিল্পবোধ ও শিল্পচৈতন্য, পদ্মাবতী।
অনুবাদগ্রন্থ : হুইটম্যানের কবিতা, ইডিপাস।
আত্মজীবনী : আমার সাক্ষ্য (১৯৯৪)।
প্র : তিনি কী কী পুরস্কার লাভ করেন?
উ : বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৭), সুফী মোতাহার হোসেন স্বর্ণপদক (১৯৬৭), একুশে পদক (১৯৮৩), মধুসূদন স্বর্ণপদক (১৯৮৫) ও নাসিরউদ্দিন স্বর্ণপদক।
প্র : তিনি কবে মৃত্যুবরণ করেন?
উ : ২৫মে জুলাই ২০০২ সালে।

Related Articles

Latest Articles