প্র : সৈয়দ সুলতানের জন্ম ও পরিচয় দাও।
উ : জীবনকাল আনুমানিক ১৫৫০ থেকে ১৬৪৮ খ্রিষ্টাব্দ। মধ্যযুগের উল্লেখযোগ্য মুসলিম কবি। চট্টগ্রামের পটিয়ায় জন্ম। কবি পীর সৈয়দ হাসানের ভক্ত ছিলেন।
প্র : তিনি কোন গ্রন্থ রচনা করার জন্য বিখ্যাত? গ্রন্থ সম্পর্কে লিখ।
উ : নবীবংশ। গ্রন্থটি ১৫৮৪ সালে রচিত। হযরত মুহম্মদের জীবনীকাব্য এটি। এর দুটি খন্ড। এখানে হিন্দু দেবদেবী ও মুসলিম পয়গম্বরের উল্লেখ থাকলেও ইসলামের মাহাত্ম্য বর্ণনাই কবির উদ্দেশ্য ছিল।
প্র : সৈয়দ সুলতানের অন্য প্রধান গ্রন্থের নাম লিখ।
উ : জ্ঞানপ্রদীপ, জ্ঞানচৌতিশা ইত্যাদি।
প্র : ‘নবীবংশ’ কোন কাব্যের অনুসরণে রচিত।
উ : পারসি কাব্য কাসাসুল আম্বিয়া
প্র : ‘নবীবংশে’র দ্বিতীয় খন্ডের নাম কি?
উ : রসুল চরিত। মধ্যযুগে রচিত হযরত মুহম্মদের পূর্ণাঙ্গ জীবনী হিসেবে রসুল চরিতই শ্রেষ্ঠ কাব্য।