Friday, October 4, 2024

হসন্ত ধ্বনি

হসন্ত ধ্বনির নিচে হস্ চিহ্ন দেবার প্রয়োজন নেই।
সাধারণত হস্ চিহ্ন দিয়ে স্বরধ্বনিহীন শব্দ উচ্চারিত হয়। হস্ চিহ্ন দিলে শব্দ যুক্ত করে (বদ্ধাক্ষরের মত) উচ্চারণ করা হয়। তবে, শব্দ বাক্যে ব্যবহৃত হলে অর্থদ্যোতকতার দিকে খেয়াল করলে হস্ চিহ্নের প্রয়োজন হয় না। তবে, বিদেশীদের জন্য সমস্যা থেকেই যাবে।
ধনবান্ > ধনবান, বল্ > বল, র্কছি > করছি, র্ক > কর, আন্ > আন, ডাক্ > ডাক, দেখ্ > দেখ ইত্যাদি।
ব্যতিক্রম: সন্ধি ও সমাসের প্রয়োজনে শব্দের মাঝে হস্ চিহ্ন দেয়া হয় এবং বিদেশী শব্দ (স্থান ও ব্যক্তির নাম) সঠিক উচ্চারণে হস্ চিহ্ন দিতে হয়।
কন্ভয়, বেহেশ্ত, শেলফ্, আল্মিরা, এভেল্বল, ডেপথ্ ।

Related Articles

Latest Articles