প্র : হাসান হাফিজুল রহমানের জন্মসন কত?
উ : ১লা জুন, ১৯৩২।
প্র : তাঁর জন্মস্থান কোথায়?
উ : জামালপুর।
প্র : তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা কতটুকু?
উ : ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাচ্রিক (১৯৪৬), আই.এ (১৯৪৮), ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ (১৯৫১), বাংলায় এম.এ (১৯৫৫)।
প্র : তিনি স্মরণীয় হয়ে আছেন কেন?
উ : তাঁর সম্পাদনায় ১৯৫৩ সালে প্রকাশিত হয় ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি এবং তিনি সম্পাদনা করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র (১৮৮২-’৮৩)
প্র : তাঁর সম্পাদনায় ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র’ প্রকাশিত হয কত খন্ডে?
উ : ১৫ খণেড (১৮৮২-৮৩)
প্র : তিনি কী হিসেবে খ্যাত?
উ : কবি, সমালোচক ও সাংবাদিক।
প্র : সাহিত্যকর্মে তিনি কীসের প্রকাশ ঘটিয়েছেন?
উ : জনজীবনের প্রত্যাশা, যন্ত্রণা, প্রতিবাদ ও মানুষের সংগ্রামী জীবনচেতনার প্রকাশ।
প্র : তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উ : বিমুখ প্রান্তর (১৯৬৩)।
প্র : তাঁর প্রকাশিত অন্য গ্রন্থগুলোর নাম কী?
উ : কবিতা : আর্ত শব্দবলী (১৯৬৮), অন্তিম শরের মতো (১৯৬৮), যখন উদ্যত সঙ্গীত (১৯৭২), শোকার্ত তরবারী (১৯৮২)।
প্রবন্ধ : আধুনিক কবি ও কবিতা (১৯৯৫), মূল্যবোধের জন্যে (১৯৭০), সাহিত্য প্রসঙ্গ (১৯৭৩), আলোকিত গহ্বর (১৯৭৭)। গল্প : আরো দুটি মৃত্যু (১৯৯০)।
প্র : হাসান হাফিজুল রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি’ সম্পর্কে লেখ।
উ : ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য ঢাকায় যে আত্মদান করা হয় তার স্মরণে ১৯৫৩ সালের মাচৃ মাসে হাসান হাফিজুর রহমান ‘একুশে ফেব্রুয়ারী’ নামে একটি সাহিত্য সংকলন সম্পাদনা করেন। এর প্রকাশক ছিরেন মোহাম্মদ সুলতান। সম্পাদক ও প্রকাশক উভয়েই বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এই সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নক্শা, ইতিহাস শিরোনামে ৬টি বিভাগে মোট ২২ জন লেখক লিখেছেন। এই সংকলনেই প্রথম প্রকাশিত হয় আবদুল গাফ্ফার চেওধুরী রচিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি। প্রকাশের তিন সপ্তাহের মধ্যে পাকিস্তানের তৎকালীন সরকার সংকলনটি বাজেয়াপ্ত করে।
প্র : সাহিত্যের জন্যে তিনি কী কী পুরস্কার লাভ করেন?
উ : লেখক সংঘ পুরস্কার (১৯৬৭), আদমজি পুরস্কার (১৯৭১), বাংলা একাডেমি পুরস্কার (১৯৭১), একুশে পদক (১৯৮৪, মরণোত্তর)।
প্র : তাঁর মৃত্যুসন কত?
উ : ১৮ই এপ্রিল, ১৯৮৩।