Wednesday, September 11, 2024

হ্ণ, হ্ন, হ্ম, হ্র, হৃ, হ্ল, হ্য, হ্ব

হ-এর সাথে ণ যুক্ত যুক্তব্যঞ্জন হ্ণ এবং ন যুক্ত হয়ে হ্ন যুক্তব্যঞ্জন তৈরি হয়। দুটোর উচ্চারণ একই রকম, দন্ত ন ও মূর্ধন্য-ণ এর মতো। যেমন- চিহ্ন (চিন্নোহ), বহ্নি (বোন্িিনহ), পূর্বাহ্ন (পুরবান্নোহ্)।
হ + ঋ ফলা = হৃ ও + র ফলা = হ্র
যেমন- হৃদয় (রিহদয়), হৃৎপি- (রিহৎপি-), হ্রদ (রহদ), হ্রাস (রাহশা) হ+ ম = হ্ম = হ্ম- এখানে হ্-এর স্বাভাবিক উচ্চারণ লোপ পায়, ম দ্বিত্ব হয় এবং মহাপ্রাণতা লাভ করে।
ব্রহ্ম (ব্রোম্মোহ), ব্রহ্মা- (ব্রোম্মাহ্ন্ডো) ইত্যাদি।
হ + ল +হ্ল। এখানে ল দ্বিত্ব হয়। হ-এর উচ্চারণ সামান্য হ্রাস পাবে।
আহ্লাদ (আহ্ল্লাদ) প্রহ্লদ (প্রোল্লাহ্দ)।
হ + য = হ্য- এখানে হ নিজস্ব উচ্চারণ হারায়। য ফলার উচ্চারণ দ্বিত্ব হয়। জ = ঝ হয়।
গ্রাহ্য (গ্রাজঝো), অসহ্য (অসোজঝো), ঐতিহ্য (ওইতিজ্ঝো)।
হ + ব = হ্ব- এখানে ব দ্বিত্ব হয় দ্বিতীয় ব হত হয়, হ = ও হয়। আহ্বান + আওভান, জিহ্বা (জিউভা), বিহ্বল (বিউভল)।

Related Articles

Latest Articles