ড় ও ঢ় বাংলার নিজস্ব বর্ণ। সংস্তৃতে বর্ণ দুটি ড ও ঢ। আধুনিক বাংলায় ড ও ঢ-এর নিচে বিন্দু যোগ করে নতুন উচ্চারণ দ্যোতনা করা হয়েছৈ। দুটি ধ্বনি দন্তমূলীয় তাড়নজাত ধ্বনি। ধ্বনি দুটির ড় স্বল্পপ্রাণ এবং ঢ় মহাপ্রাণ। ধ্বনি দুটির উচ্চারণ বিভিন্ন স্থানে (বাংলাদেশের) বিপর্যয় ঘটে। ‘ঢ়’ ধ্বনি ‘ড’ মতো এবং ‘ড়’ ধ্বনি ‘র’ মতো উচ্চারিত হয়। এর অর্থেরও বিপর্যয় ঘটে যেমন- ঢ় পরিবর্তে ড় এবং ঢ় পরিবর্তে র।
গূঢ় => গুড়
গাঢ় => গাড়
পৌঢ় => পৌড়
নাড়ী => নারী
তাড়া => তারা
হাড় => হার
চড় => চর
চুড়ি => চুরি
দেড় => দের
আমড়া => আমরা
পাড়া => পারা
বাড়ি => বারি