Friday, October 4, 2024

১০তম বিসিএস পরীক্ষার বাংলা প্রশ্ন ও উত্তর

১। ‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে-
ক. পর্তুগিজ ভাষা হতে, খ. আরবি ভাষা হতে, গ. দেশী ভাষা হতে, ঘ. ওলন্দাজ ভাষা হতে, উত্তর: ক

২। শুদ্ধ বানান কোনটি?
ক. মূমুর্ষু, খ. মুমূর্ষু, গ. মূমুর্ষ, ঘ. মুমূর্ষ, উত্তর: খ

৩। শুদ্ধ বাক্য কোনটি?
ক. দুর্বলতাবশত অনাথিনী বসে পড়ল, খ. দুর্বলতাবশত অনাথিনী বসে পড়ল, গ. দুর্বলতাবশত অনাথা বসে পড়ল, ঘ. দুর্বলবশতঃ অনাথা বসে পড়ল, উত্তর: গ

৪। গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি?
ক. শব পোড়া, খ. মড়া দাহ, গ. শবদাহ, ঘ. শবমড়া, উত্তর: গ

৫। ‘কবর’ নাটকটির লেখক-
ক. জসীমউদ্দীন, খ. নজরুল ইসলাম, গ. মুনীর চৌধুরী, ঘ. দ্বিজেন্দ্রলাল রায়, উত্তর: গ

৬। ‘উভয় কুল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
ক. কারো পৌষ মাস, কারও সর্বনাশ, খ. চাল না চুলো, ঢেঁকী না কুলো, গ. সাপও মরে, লাঠিও না ভাঙ্গে, ঘ. বোঝার উপর, শাকের আঁটি, উত্তর: গ

৭। ‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ-
ক. রত্ন + কর, খ. রত্ন + কর, গ. রত্না + আকর, ঘ. রত্ন + আকর, উত্তর: ঘ

৮। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-
ক. বিভক্তি, খ. ধাতু, গ. প্রত্যয়, ঘ. কৃৎ, উত্তর: খ

৯। কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত করে?
ক. পাকা পাকা আম, খ. ছি ছি করে করছ?, গ. নরম নরম হাত, ঘ. উড়ু উড়ু মন, উত্তর: ক

১০। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?
ক. যত গর্জে তত বৃষ্টি হয়, খ. নাচতে না জানলে উঠোন ভাঙা, গ. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, ঘ. যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, উত্তর: গ

১১। বাংলা টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর, খ. বিষ্ণু দে, গ. সুধীন্দ্রনাথ দত্ত, ঘ. বুদ্ধদেব বসু, উত্তর: ক

১২। ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা-
ক. অগ্রপথিক, খ. বিদ্রোহী, গ. প্রলয়োল্লাস, ঘ. ধূমকেতু, উত্তর: গ

১৩। ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত-
ক. কবিতার নাম, খ. গল্প সংকলনের নাম, গ. উপন্যাসের নাম, ঘ. কাব্য সংকলনের নাম, উত্তর: গ

১৪। কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?
ক. তিনিই সমাজের মাথা, খ. মাথা খাটিয়ে কাজ করবে, গ. লজ্জায় আমার মাথা কাটা গেল, ঘ. মাথা নেই তার মাথা ব্যাথা, উত্তর: খ

১৫। কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. নিখুঁত, খ. আনমনা, গ. অবহেলা, ঘ. নিমরাজী, উত্তর: ঘ

১৭। কোনটি তদ্ভব শব্দ?
ক. চাঁদ, খ. সূর্য, গ. নক্ষত্র, ঘ. গগন, উত্তর: ক

১৮। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?
ক. কেশব চন্দ্র সেন, খ. গিরিশ চন্দ্র সেন, গ. মওলানা আকরাম খাঁ, ঘ. মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, উত্তর: খ

Related Articles

Latest Articles