১। “বৈরাগ্য সাধনে-সে আমার নয়।” শূন্যস্থান পূরণ করুন।
ক. আনন্দ, খ. মুক্তি, গ. বিশ্বাস, ঘ. আশ্বাস, উত্তর:
২। ‘অর্ধচন্দ্র’ এর অর্থ-
ক. গলা ধাক্কা দেয়া, খ. অমাবস্যা, গ. দ্বিতীয়, ঘ. কাস্তে, উত্তর: ক
৩। সমাস ভাষাকে-
ক. সংক্ষেপ করে, খ. বিস্তৃত করে, গ. ভাষারূপ করে, ঘ. অর্থবোধক করে, উত্তর: ক
৪। ‘সূর্য’ এর প্রতিশব্দ-
ক. সুধাংশু, খ. শশাংক, গ. বিধু, ঘ. আদিত্য, উত্তর: ঘ
৫। কোনটি শুদ্ধ?
ক. সৌজন্নতা, খ. সৌজন্যতা, গ. সৌজন্ন, ঘ. সৌজন্য, উত্তর: ঘ
৬। বেগম রোকেয়ার রচনা কোনটি?
ক. ভাষা ও সাহিত্য, খ. আয়না, গ. লালসালু, ঘ. অবরোধবাসিনী, উত্তর: ঘ
৭। বাংলা গীতি কবিতায় ‘ভোরের পাখি’ কে?
ক. বিহারীলাল চক্রবর্তী, খ. প্যারীচাঁদ মিত্র, গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উত্তর: ক
৮। কোনটি শুদ্ধ বাক্য?
ক. একটি গোপনীয় কথা বলি, খ. একটি গোপন কথা বলি, গ. এক গুপ্ত কথা বলি, ঘ. একটি গোপনীয়তার কথা বলি, উত্তর: ক
৯। ‘শিষ্টাচার’ এর সমার্থক কোনটি?
ক. নিষ্ঠা, খ. সদাচার, গ. সততা, ঘ. সংযম, উত্তর: খ
১০। ‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন-
ক. ক্ষমার্হ, খ. ক্ষমাপ্রার্থী, গ. ক্ষমা, ঘ. ক্ষমাপ্রদ, উত্তর: ক
১১। ‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. নির্ভয়, খ. বিস্ময়, গ. প্রত্যয়, ঘ. দ্বিধা, উত্তর: গ
১২। ‘পুঁথি সাহিত্যে’র প্রাচীনতম লেখক-
ক. ভারত চন্দ্র রায়, খ. দৌলত কাজী, গ. সৈয়দ হামজা, ঘ. আব্দুল হাকিম, উত্তর: গ
১৩। ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচয়িতা-
ক. মুহম্মদ আব্দুল হাই, খ. মুহম্মদ বরকতউল্লা, গ. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ, ঘ. মওলানা আকরাম খাঁ, উত্তর: ঘ
১৪। ‘রাজলক্ষ্মী’ চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক-
ক. বঙ্কিমচন্দ্র, খ. শরৎচন্দ্র, গ. তারাশংকর, ঘ. নজরুল ইসলাম, উত্তর: খ
১৫। ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে-
ক. মোঃ আব্দুল হাই, খ. ডঃ শহীদুল্লাহ, গ. আবুল মনসুর আহমদ, ঘ. আতাউর রহমান, উত্তর: গ
১৬। ‘চাচা কাহিনী’র লেখক-
ক. সৈয়দ শামসুল হক, খ. সৈয়দ মুজতবা আলী, গ. শওকত ওসমান, ঘ. ফররুখ আহমেদ, উত্তর: খ
১৭। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে-
ক. শব্দ, খ. কারক, গ. পদ, ঘ. ক্রিয়াপদ, উত্তর: গ