Wednesday, September 11, 2024

১৫তম বিসিএস পরীক্ষার বাংলা প্রশ্ন ও উত্তর

১। ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন-
ক. কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ, খ. মোহাম্মদ বরকত উল্লাহ, আবুল কালাম শামসুদ্দিন প্রমুখ, গ. মোহাম্মদ আকরাম খাঁ, মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ, ঘ. কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ, উত্তর: ক

২। যে ভূমিতে ফসল জন্মায় না-
ক. পতিত, খ. অনুর্বর, গ. ঊষর, ঘ. বন্ধ্যা, উত্তর: গ

৩। ‘সোনালী কাবিন’-এর রচয়িতা কে?
ক. হাসান হাফিজুর রহমান, খ. আল মাহমুদ, গ. হুমায়ূন আজাদ, ঘ. শক্তি চট্টোপাধ্যায়, উত্তর: খ

৪। ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
ক. বিপরীত, খ. নিকৃষ্ট, গ. বিকৃত, ঘ. অভাব, উত্তর: ক

৫ । রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
ক. বিসর্জন, খ. ডাকঘর, গ. বসন্ত, ঘ. অচলায়তন, উত্তর: গ

৬। ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি নির্দেশক কর-
ক. ইচ্ছাময়, খ. ঐচ্ছিক, গ. ইচ্ছুক, ঘ. অনিচ্ছা, উত্তর: খ

৭। “সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন
হউক দূর অকল্যাণ সকল অশোভন”। চরণ দুটি কার লেখা?

ক. কাজী নজরুল ইসলাম, খ. রবীন্দ্রনাথ ঠাকুর, গ. গোলাম মোস্তফা, ঘ. শেখ ফজলুল করিম, উত্তর: ঘ

৮। ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
ক. জোহরা, খ. আলালের ঘরের দুলাল, গ. মৃত্যুক্ষুধা, ঘ. হাজার বছর ধরে, উত্তর: খ

৯। ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৮৬৫, খ. ১৮৭২, গ. ১৮৭৫, ঘ. ১৮৮১, উত্তর: খ

১০। ট্রাজেডি, কমেডি এবং ফার্সের মূল পার্থক্য-
ক. জীবানুভূতির গভীরতায়, খ. কাহিনীর সরলতা ও জটিলতা, গ. দৃষ্টিভঙ্গির সূক্ষ্মতায়, ঘ. ভাষার প্রকারভেদ, উত্তর: ক

১১। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-
ক. তৎসম ও তদ্ভব শব্দের ব্যবহার, খ. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে, গ. শব্দের কথা ও লেখ্য রূপে, ঘ. বাক্যের সরলতা ও জটিলতায়, উত্তর: খ

১২। ‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন-
ক. বিনয় ঘোষ, খ. সিকান্দার আবু জাফর, গ. মোহাম্মদ আকরাম খাঁ, ঘ. তফাজ্জল হোসেন, উত্তর:খ

১৩। ‘প্রভাত চিন্তা’, ‘নিভৃত চিন্তা’, ‘নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
ক. কালীপ্রসন্ন সিংহ, খ. কালীপ্রসন্ন ঘোষ, গ. কৃষ্ণচন্দ্র মজুমদার, ঘ. এস. ওয়াজেদ আলী, উত্তর: ক

১৪। ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ এই উক্তিটি কার?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর, খ. কাজী আব্দুল ওদুদ, গ. মোহাম্মদ লুৎফর রহমান, ঘ. প্রমথ চৌধুরী, উত্তর: ঘ

১৫। শুদ্ধ বানানটি নির্দেশ কর।
ক. মুহুর্মুহু, খ. মূহুর্মুহু, গ. মুহর্মূহু, ঘ. মুর্হুমূহু, উত্তর: ক

১৬। ‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. দুঃ + লোক, খ. দিব + লোক, গ. দ্বি + লোক, ঘ. দ্বি ঃ+ লোক, উত্তর: খ

১৭। ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ-
ক. শৈত্য, খ. শীতল, গ. উত্তাপ, ঘ. হিম, উত্তর: ক

১৮। কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?
ক. সেই বই পড়ছে, খ. সে গভীর চিন্তায় মগ্ন, গ. সে ঘুমিয়ে আছে, ঘ. সে যে চাল চেলেছে, তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না, উত্তর: ঘ

Related Articles

Latest Articles