Wednesday, December 4, 2024

১৬তম বিসিএস পরীক্ষার বাংলা প্রশ্ন ও উত্তর

১। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
ক. বরিশাল জেলা, খ. ফরিদপুর জেলা, গ. ঢাকা জেলা, ঘ. রাজশাহী জেলা, উত্তর: ক

২। ‘পথিক তুমি পথ হারাইয়াছ? কথাটি কার?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর, খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গ. মীর মশাররফ হোসেন, ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উত্তর: খ

৩। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?
ক. উৎকর্ষতা, খ. উৎকর্ষ, গ. উৎকৃষ্ট, ঘ. উৎকৃষ্টতা, উত্তর: খ

৪। ‘অচিন শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
ক. নেতিবাচক, খ. বিয়োগান্তক, গ. নঞর্থক, ঘ. অজানা, উত্তর: গ

৫। যা চিরস্থায়ী নয়-
ক. অস্থায়ী, খ. ক্ষণিক, গ. ক্ষণস্থায়ী, ঘ. নশ্বর, উত্তর: ঘ

৬। কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
ক. মেঘনাদবধ কাব্য, খ. দুর্গেশ নন্দিনী, গ. নীলদর্পণ, ঘ. অগ্নিবীণা, উত্তর: গ

৭। ‘অবমূল্যায়ন ও অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?
ক. শব্দ দুটিতে উপসর্গটি মোটামোটি একই অর্থ ব্যবহৃত হয়েছে, খ. শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে, গ. দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম, ঘ. দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাতবিচারে ভিন্ন হলেও আসলে এক, উত্তর: গ

৮। ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’। এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
ক. সওগাত, খ. মোহাম্মদী, গ. সমকাল, ঘ. শিখা, উত্তর: ঘ

৯। কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যটি কাকে উপসর্গ করেছিলেন?
ক. বারীন্দ্র কুমার ঘোষ, খ. রবীন্দ্রনাথ ঠাকুর, গ. বীরজাসুন্দরী দেবী, ঘ. মুজাফফর আহমদ, উত্তর: খ

১০। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?
ক. বিষবৃক্ষ, খ. গণদেবতা, গ. আরণ্যক, ঘ. ঘরে-বাইরে, উত্তর: ঘ

১১। ‘একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
ক. বেগম সুফিয়া কামাল, খ. হাসান হাফিজুর রহমান, গ. মুনীর চৌধুরী, ঘ. আবুল হায়াত, উত্তর: খ

১২। ‘মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’ এই পঙ্ক্তি কার রচনা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর, খ. কাজী নজরুল ইসলাম, গ. শেখ ফজলুল করিম, ঘ. শামসুর রাহমান, উত্তর: গ

১৩। বাংলা একাডেমী কোন বছর প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৫৫ খ্রিস্টাব্দে, খ. ১৩৫৫ বঙ্গাব্দে, গ. ১৯৫২ খ্রিস্টাব্দে, ঘ. ১৩৫২ বঙ্গাব্দে, উত্তর: ক

১৪। ‘রোহিনী’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
ক. চরিত্রহীন, খ. গৃহদাহ, গ. কৃষ্ণকান্তের উইল, ঘ. সংশপ্তক, উত্তর: গ

১৬। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-
ক. বাক্যের সরল ও জটিল রূপে, খ. তৎসম-অর্ধতৎসম শব্দের ব্যবহারে, গ. শব্দের রূপগত ভিন্নতায়, ঘ. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়, উত্তর: ঘ

১৭ । সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন?
ক. গোলাম মোস্তফা, খ. ফররুখ আহমদ, গ. ভাই গিরীশচন্দ্র সেন, ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়, উত্তর: গ

১৮। ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. মোহাম্মদ আকরাম খাঁ, খ. তফাজ্জল হোসেন, গ. নাসিরুদ্দিন, ঘ. সিকান্দার আবু জাফর, উত্তর: ঘ

১৯। ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. কাজী নজরুল ইসলাম, খ. আবুল কালাম শামসুদ্দীন, গ. খান মুহাম্মদ মঈনুদ্দিন, ঘ. মোহাম্মদ নাসিরুদ্দিন, উত্তর: ঘ

Related Articles

Latest Articles