Wednesday, December 4, 2024

২৩তম বিসিএস পরীক্ষার বাংলা প্রশ্ন ও উত্তর

১। ‘চাঁদ সওদাগর’ বাংলা কোন কাব্যধারার চরিত্র?
ক. চন্ডীমঙ্গল, খ. মনসামঙ্গল, গ. ধর্মমঙ্গল, ঘ. অন্নদামঙ্গল, উত্তর: খ

২। ‘ইউসুফ-জোলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন-
ক. দৌলত উজির বাহরাম খান, খ. মাগন ঠাকুর, গ. শাহ মুহম্মদ সগীর, ঘ. আলাওল, উত্তর: গ

৩। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ?
ক. মার্চেন্ট অব ভেনিস, খ. কমেডি অব এররস, গ. দ্যা মিডসামার নাইটস্ ড্রিম, গ. টেমিং অব দ্যা শ্রু, উত্তর: খ

৪। কখনো উপন্যাস লেখেনি-
ক. কাজী নজরুল ইসলাম, খ. জীবনানন্দ দাশ, গ. সুধীন্দ্রনাথ দত্ত, ঘ. বুদ্ধদেব বসু, উত্তর: গ

৫। ‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা-
ক. শওকত ওসমান, খ. জ্যোতিপ্রকাশ দত্ত, গ. আখতারুজ্জামান ইলিয়াস, ঘ. হাসান আজিজুল হক, উত্তর: গ

৬। রোহিনী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
ক. বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন, খ. কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি, গ. দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ, ঘ. কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন, উত্তর: ঘ

তথ্য : রবীন্দ্রনাথের উপন্যাসের চরিত্র :
‘যোগাযোগ’ উপন্যাসের চরিত্র-মধুসূদন, কুমুদিনী,
‘চোখের বালি’ উপন্যাসের চরিত্র-মহেন্দ্র, বিনোদিনী,
‘চতুরঙ্গ’ উপন্যাসের চরিত্র-শচীশ, দামিনী।

বঙ্কিমচন্দ্রের উপন্রাসের চরিত্র :
‘দুর্গেশনন্দিনী’ উপন্যাসের চরিত্র-আয়েশা, তিলোত্তমা,
‘চোখের বালি’ উপন্যাসের চরিত্র-কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ,
‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের চরিত্র-গোবিন্দলাল, রোহিনী।

শরৎচন্দ্র উপন্যাসের চরিত্র :
‘চরিত্রহীন’ উপন্যাসের চরিত্র-সতীশ ও কিরণময়ী;
‘পথের দাবী’ উপন্যাসের চরিত্র-সব্যসাচী।

৭। প্রথম বাংলা ‘থিসরাস’ বা ‘সমার্থক শব্দের অভিধান’ সংকলন করেছেন-
ক. অশোক মুখোপাধ্যায়, খ. জগন্নাথ চক্রবর্তী, গ. মুহম্মদ হাবিবুর রহমান, ঘ. মুহম্মদ শহীদুল্লাহ, উত্তর: গ

৮। ‘আমার সস্তান যেন থাকে দুধেভাতে’ এ প্রার্থনাটি করেছে-
ক. ভাঁড়ু দত্ত, খ. চাঁদ সওদাগর, গ. ঈশ্বরী পাটনী, ঘ. নলকুবের, উত্তর: গ

৯। ‘হ্ম’ এর বিশ্লিষ্ট রূপ-
ক. ক + ষ,   খ. ক + ষ + ণ,   গ. ক + ষ + ম,   ঘ. হ+ম,   উত্তর: ঘ

আরো কয়েকটি যুক্তাক্ষর : ক + ষ = ক্ষ; ক + ষ + ণ = ক্ষ্ণ; ক + ষ + ম = ক্ষ্ম; হ + ম = হ্ম।

১০। ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
ক. হিন্দি, খ. উর্দু, গ. পর্তুগিজ, ঘ. গ্রিস, উত্তর: গ

১১। সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন-
ক. দীর্ঘিকা, নদী, প্রণালী, খ. শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ, গ. গাঙ, তটিনী, অর্ণব, ঘ. স্রোতম্বিনী, নির্ঝরিণী, সিন্ধু, উত্তর: খ

ব্যাখ্যা: সমুদ্রের সমার্থক শব্দ-দীর্ঘিকা, প্রণালী, সিন্ধু, অর্ণব;

১২। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন-
ক. ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্ম, খ. ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত, গ. যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা, ঘ. স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক, উত্তর: ঘ

১৩। ‘প্রাতরাশ’ এর সন্ধি-
ক. প্রাত + রাশ, খ. প্রাতঃ + আশ, গ. প্রাতঃ + রাশ, ঘ. প্রা: + রাশ, উত্তর: গ

১৪। ‘রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ-
ক. কাল্পনিক জন্তু, খ. মুরগি, গ. গোমড়ামুখো লোক, ঘ. পুরাণোক্ত পাখি, উত্তর: গ

১৫। যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয়-
ক. ক্রিয়াবাচক বিশেষ্য, খ. ক্রিয়াবিশেষণ,  গ. ক্রিয়াবিশেষ্যজাত, ঘ. ক্রিয়াবিভক্তি, উত্তর: খ

১৬। নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
ক. ডিসেম্বর ১৬, ১৯৭১, খ. ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২, গ. ২৬ মার্চ, ১৯৭১, ঘ. পয়লা বৈশাখ, চৌদ্দশত সাত, উত্তর: খ

১৭। ‘বামেতর’ শব্দটির অর্থ-
ক. বামচোখ, খ. ডান, গ. ইতর ,ঘ. বাম দিক, উত্তর: খ

১৮। নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে-
ক. কল্যাণীয়েষু, খ. সুচরিতেষু, গ. শ্রদ্ধাস্পদাসু, ঘ. প্রীতিভোজনেষু, উত্তর: গ

১৯। ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ-
ক. তীরে পৌঁছার ঝুক্কি, খ. সঞ্চয়ের প্রবৃত্তি, গ. মুমূর্ষু অবস্থা, ঘ. আসন্ন বিপদ, উত্তর: খ

২০। যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-
ক. দ্বন্দ্ব সমাস, খ. অব্যয়ীভাব সমাস, গ. কর্মধারয় সমাস, ঘ. নিত্য সমাস, উত্তর: ঘ

Related Articles

Latest Articles