Wednesday, September 11, 2024

২৪তম বিসিএস পরীক্ষার বাংলা প্রশ্ন ও উত্তর

১। ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন?
ক. সুনীতি কুমার চট্টোপাধ্যায়, খ. সুকুমার সেন, গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ, ঘ. মুহম্মদ এনামুল হক, উত্তর: গ

২। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস?
ক. শেষের কবিতা, খ. বলাকা, গ. ডাকঘর, ঘ. কালান্তর, উত্তর: ক

৩। ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
ক. হাসান হাফিজুর রহমান, খ. জহির রায়হান, গ. শহীদুল্লাহ, ঘ. আনোয়ার পাশা, উত্তর: ঘ

৪। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. রাখালী, খ. সোজন বাদিয়ার ঘাট, গ. নক্সী কাঁথার মাঠ, ঘ. বালুচর, উত্তর: ক

৫। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
ক. মৃত্যুক্ষুধা, খ. আলেয়া,  গ. ঝিলিমিলি, ঘ. মধুমালা, উত্তর: ক

৬। ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?
ক. কাব্য, খ. নাটক, গ. উপন্যাস, ঘ. প্রবন্ধ, উত্তর: ক

৭। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
ক. পথের দাবী, খ. নিস্কৃতি, গ. চরিত্রহীন, ঘ. দত্তা, উত্তর: ক

৮। কোনটি ঠিক?
ক. কাঁদো নদী কাঁদো (কাব্য), খ. সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস), গ. বহিপীর (নাটক), খ. মহাশ্মশান (নাটক), উত্তর: গ

তথ্য : কাঁদো নদী কাঁদো, উপন্যাস, ঔপন্যাসিক – সৈয়দ ওয়ালীউল্লাহ ; সোজন বাদিয়ার ঘাট, কাব্য ( কাহিনীকাব্য), কবি – জসীমউদ্দীন ; বহিপীর, নাটক ; নাট্যকার- সৈয়দ ওয়ালীউল্লাহ ; মহাশ্মশান – মহাকাব্য ; কবি – কায়কোবাদ ।

৯। কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী?
ক. আশা-আকাক্সক্ষার সমর্থনে, খ. ভবিষ্যতের বাঙালি, গ. উন্নত জীবন, ঘ. সভ্যতা, উত্তর: খ

১০। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা?
ক. কবিতা, খ. পত্রিকা, গ. উপন্যাস, ঘ. ছোটগল্প, উত্তর: খ

১১। “ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে” কে বলেছেন-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর, খ. কাজী নজরুল ইসলাম, গ. বলাইচাঁদ মুখোপাধ্যায়, ঘ. প্রমথ চৌধুরী, উত্তর: ঘ

১২। ‘জঙ্গম’ এর বিপরীতার্থক শব্দ কি?
ক. অরন্য, খ. পর্বত, গ. স্থাবর, ঘ. সমুদ্র, উত্তর: গ

১৩। ‘উৎকর্ষতা’ কি কারণে অশুদ্ধ?
ক. সন্ধিজনিত, খ. প্রত্যয়জনিত, গ. উপসর্গজনিত, ঘ. বিভক্তিজনিত, উত্তর: খ

১৪। ‘তুমি না বলেছিলে আগামীকাল আসবে?’-এখানে ‘না’ এর ব্যবহার কি অর্থে?
ক. না-বাচক, খ. হ্যাঁ-বাচক, গ. প্রশ্নবোধক, ঘ. বিস্ময়সূচক, উত্তর: গ

১৫। ‘কার মাথায় হাত বুলিয়েছ’। এখানে ‘মাথা’ শব্দের অর্থ-
ক. স্বভাব নষ্ট করা, খ. স্পর্ধা বাড়া, গ. ফাঁকি দেওয়া, ঘ. কোনো উপায়ে, উত্তর: গ

১৬। নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
ক. কষ্ট, খ. উপনিষৎ, গ. কল্যাণীয়েষু, ঘ. আষাঢ়, উত্তর: ঘ

১৭। ‘অক্ষির সমীপে’ এর সংক্ষেপণ হল-
ক. সমক্ষ, খ. পরোক্ষ, গ. প্রত্যক্ষ, ঘ. নিরপেক্ষ, উত্তর: ক

১৮। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
ক. অব্যয় ও শব্দাংশ, খ. নতুন শব্দ গঠন, গ. ভিন্ন অর্থ প্রকাশ, ঘ. উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে, উত্তর: ঘ

১৯। ‘তুমি এতক্ষণ কী কী করেছ?’ এই বাক্যে ‘কী’ কোন পদ?
ক. বিশেষণ, খ. অব্যয়, গ. সর্বনাম, ঘ. ক্রিয়া, উত্তর: গ

২০। ‘আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস’-এই বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
ক. কর্তৃকারকে সপ্তমী, খ. কর্মকারকে সপ্তমী,  গ. অপাদান কারকে তৃতীয়া, ঘ. অধিকরণ কারকে সপ্তমী, উত্তর : ঘ

Related Articles

Latest Articles