Wednesday, October 9, 2024

২৯তম বিসিএস পরীক্ষার বাংলা প্রশ্ন ও উত্তর

১। ‘আবদুল্লাহ’ উপন্যাসের রচয়িতা কে?
ক. মোহাম্মদ নজিবর রহমান, খ. কাজী ইমদাদুল হক, গ. শেখ ফজলুল করিম, ঘ. মততাজ উদ্দিন আহমেদ, উত্তর: খ

২। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম-
ক. দুর্গেশ নন্দিনী, খ. কপালকুন্ডলা,  গ. রজনী, ঘ. কৃষ্ণকান্তের উইল, উত্তর: ক

৩। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
ক. ১০টি, খ. ১১টি, গ. ১২টি, ঘ. ১৩টি, উত্তর: খ

তথ্য: বাংলায় মোট বর্ণ পঞ্চাশ (৫০)টি। এর মধ্যে স্বরবর্ণ এগার (১১) টি এবং ব্যঞ্জনবর্ণ ঊনচল্লিশটি (৩৯) টি।

৪। বাংলা সাহিত্যের আদি কবি কে?
ক. কাহ্নপা, খ. চেগুনপা, গ. লুইপা, ঘ. ভূসুকুপা, উত্তর: গ

৫। ‘তৎসম’ শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
ক. চলিত রীতি, খ. সাধু রীতি, গ. মিশ্র রীতি, ঘ. আঞ্চলিক রীতি, উত্তর: খ

৬। ‘চাচা কাহিনী’র লেখক কে?
ক. সৈয়দ শামসুল হক, খ. শওকত ওসমান, গ. ফররুখ আহমেদ, ঘ. সৈয়দ মুজতবা আলী, উত্তর: ঘ

৭। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
ক. অক্ষয় দত্ত, খ. মার্সম্যান, গ. রাজা রামমোহন, ঘ. ব্রাসি হেলহেড, উত্তর: গ

তথ্য : বাংলা ভাষার প্রথম ব্যাকরণ A Grammar of the Bengali Language।এটি লিখেছেন বি এন হ্যালহেড । ব্যাকরণ বইটি ইংরেজি ভাষায় রচিত। বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন রাজা রামমোহন রায়। এর নাম‘গৌড়ীয় ব্যাকরণ’।

৮। ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি?
ক. সাতসাগরের মাঝি, খ. পাখির বাসা, গ. নৌফেল ও হাতেম, ঘ. হাতেম তাই, উত্তর: ক

৯। প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
ক. আলাওল, খ. সৈয়দ সুলতান, গ. শাহ মুহাম্মদ সগীর, ঘ. মুহম্মদ খান, উত্তর: গ

তথ্য : শাহ মুহম্মদ সগীর চতুর্দশ শতকের শেষে বা পঞ্চদশ শতকের প্রথমে ‘ইউসুফ জোলেখা’ কাব্য রচনা করেন। তিনি ছিলেন প্রথম বাঙালী মুসলমান কবি।

১০। ‘শ্রী কৃষ্ণকীর্ত্তনের’ রচয়িতা কে?
ক. জ্ঞান দাস, খ. দীন চন্ডীদাস, গ. দীনহীন চন্ডীদাস, ঘ. বড়ু চন্ডীদাস, উত্তর: ঘ

১১। মুসলিম নারী জাগরণের কবি-
ক. ফজিলাতুন্নেছা, খ. ফয়জুন্নেছা, গ. সামসুন্নাহার, ঘ. বেগম রোকেয়া, উত্তর: ঘ

১২। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
ক. প্রভু যিশুর বাণী, খ. কৃপার শাস্ত্রের অর্থভেদ, গ. মিশনারি জীবন, ঘ. ফুলমণি ও করুণার বিবরণ, উত্তর:ঘ

তথ্য : হ্যানা ক্যাথারিন ম্যুলেন্স ‘ফুলমনি ও করুণার বিবরণ’ নামক একটি উপন্যাস রচনার চেষ্টা করেন। এই উপন্যাসে কিছু আঞ্চলিক ভাষার প্রয়োগ হয়েছিল। এইজন্য এই গ্রন্থকে বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ বলা হয়।

১৩। কবি আলাওলের জন্মস্থান কোনটি?
ক. ফরিদপুরের সুরেশ্বর, খ. চট্টগ্রামের জোবরা, গ. চট্টগ্রামের পটিয়া, ঘ. বার্মার আরাকান, উত্তর: খ

১৪। ‘অনল প্রবাহ’ রচনা করেন কে?
ক. মোজাম্মেল হক, খ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, গ. এয়াকুব আলী চৌধুরি, ঘ. মুনিরুজ্জামান ইসলামাবাদি, উত্তর:খ

১৫। ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
ক. ধূমকেতু, খ. বিদ্রোহী,  গ. অগ্রপথিক, ঘ. প্রলয়োল্লাস, উত্তর: ঘ

১৬। বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
ক. কল্লোল, খ. সবুজপত্র, গ. কালিকলম, ঘ. বঙ্গদর্শন, উত্তর: খ

তথ্য: ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় ‘সবুজপত্র’ পত্রিকা প্রকাশিত হয়। এ পত্রিকা য় প্রথম কথ্যরীতির প্রচলন করা হয়।

১৭। ‘জনৈক’ শব্দটির সন্ধিবিচ্ছেদ-
ক. জনৈ + এক, খ. জন + এক, গ. জন + ইক, ঘ. জন + ঈক, উত্তর: খ

১৮। বাক্যের তিনটি গুণ কি কি?
ক. আকাক্সক্ষা, আসক্তি ও বিধেয়, খ. আকাক্সক্ষা, আসত্তি ও যোগ্যতা, গ. যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়, ঘ. কোনটিই নয়, উত্তর: খ

১৯। ‘একাত্তরের চিঠি’ কোন ধরনের রচনা?
ক. মুক্তিযুদ্ধের বিবরণ, খ. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, গ. মুক্তিযোদ্ধাদের পত্রসংকরণ, ঘ. ভিন্নধর্মী ডায়েরি, উত্তর: গ

ব্যাখ্যা: মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন ‘একাত্তরের চিঠি’। দেশের বৃহত্তম মোবাইল ফোন কোম্পানি ‘গ্রামীণ ফোন’ ও সর্বাধিক প্রচারিত দৈনিক ‘প্রথম আলো’ বাংলার বীর সন্তান মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধকালীন লেখা চিঠিগুলো সংগ্রহের এই মহৎ উদ্যোগ নেয়।

২০। ‘বাংলা একাডেমী’ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
ক. ১৩৫২ বঙ্গাব্দ, খ. ১৩৫৫ বঙ্গাব্দ, গ. ১৯৫২ খ্রিষ্টাব্দ, ঘ. ১৯৫৫ খ্রিষ্টাব্দ, উত্তর: ঘ

২১। সমাস ভাষাকে কি করে?
ক. সংক্ষেপ করে, খ. বিস্তৃত  করে, গ. অর্থের রূপান্তর ঘটায়, ঘ. অর্থপূর্ণ করে, উত্তর: ক

২২। ‘সনেট’ কবিতার প্রবর্তক কে?
ক. দ্বিজেন্দ্রলাল রায়, খ. রজনীকান্ত সেন, গ. মাইকেল মধুসূদন দত্ত, ঘ. অতুলপ্রসাদ সেন, উত্তর: গ

তথ্য : সনেটের বাংলা রূপ চতুর্দশপদী কবিতা (Sonnet) ।
এটি ইতালিয়ান শব্দ । ইতালীয় কবি পেত্রার্ক প্রথম সনেট লেখেন। সেক্সপীয়র পরে সনেট লেখেন।
মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক।
এতে চৌদ্দ চরণ থাকে।
এর দুটি অংশ থাকে । প্রথম অংশ অষ্টক: ; প্রথম আট চরণকে অষ্টক বলে।
দ্বিতীয় অংশ ষষ্ঠক: শেষ ছয় চরণকে ষষ্ঠক বলে।

Related Articles

Latest Articles