১। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
ক. ২০০৭ সালে, খ. ১৯০৭ সালে, গ. ১৯১৬ সালে, ঘ. ১৯০৯ সালে, উত্তর: খ
তথ্য : ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থাগার হতে ১৯০৭ সালে ‘চর্যাচর্য বিনিশ্চয়’ নামক পুঁথিটি আবিষ্কার করেন।
২। নিচের কোনটি শরৎচন্দ্রের ছদ্মনাম?
ক. বীরবল, খ. ভিমরুল, গ. অনিলা দেবী, ঘ. যাযাবর, উত্তর: গ
ব্যাখ্যা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ‘অনিলাদেবী’। ‘নারীর মূল্য’ প্রবন্ধে এ ছদ্মনাম ব্যবহার করেন।
৩। ‘আধ্যাত্মিকতা’ উপন্যাসের লেখক কে?
ক. প্যারিচাঁদ মিত্র, খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গ. দামোদর বন্দ্যোপাধ্যায়, ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উত্তর: ক
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক প্যারিচাঁদ মিত্রের উল্লেখযোগ্য রচনা :
ক.আলালের ঘরের দুলাল (১৮৫৭), খ.মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায় (১৮৫৯), গ. অভেদী (১৮৭১), ঘ. আধ্যাত্মিকা (১৮৮০)
৪। ‘কাঁঠালপাড়া’য় জন্মগ্রহণ করেন কোন লেখক?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গ. সুভাষ মুখোপাধ্যায়, ঘ. কাজী ইমদাদুল, হক উত্তর: খ
৫। ‘অপ’ কী ধরনের উপসর্গ?
ক. সংস্কৃত, খ. বাংলা, গ. বিদেশি, ঘ. মিশ্র, উত্তর: ক
৬। বাংলা ছন্দ প্রধানত কত প্রকার?
ক. ২, খ. ৩, গ. ৪, ঘ. ৫, উত্তর: খ
তথ্য : বাংলা ছন্দ তিন প্রকার – অক্ষরবৃত্ত, বর্ণবৃত্ত, স্বরবৃত্ত।
৭। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?
ক. ভ, খ. ঠ, গ. ফ, ঘ. চ, উত্তর: ঘ
তথ্য : অঘোষ ধ্বনি: যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, তাকে বলা হয় অঘোষ ধ্বনি। বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনিকে সাধারণত অঘোষ ধ্বনি বলে। যেমন-ক, খ, চ, ছ ইত্যাদি। অল্পপ্রাণ ধ্বনি: যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপ কম থাকে, তাকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি। যেমন-ক, গ, চ, জ ইত্যাদি।
৮। নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল?
ক. ১৮৪৭-১৯১১, খ. ১৮৫২-১৯১২, গ. ১৮৫৭-১৯১১, ঘ. ১৮৪৭-১৯১২, উত্তর: ঘ
প্রাসঙ্গিক তথ্য : মীর মশাররফ হোসেন (১৩ নভেম্বর, ১৮৪৭-১৯১২) কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
৯। রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত, খ. অক্ষরবৃত্ত, গ. মন্দাক্রান্ত, ঘ. মাত্রাবৃত্ত, উত্তর: ঘ
১০। ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক ছিলেন-
ক. মুন্সী মেহেরুল্লাহ, খ. সঞ্জয় ভট্টাচার্য, গ. কামিনী রায়, ঘ. মোজাম্মেল হক, উত্তর: খ
১১। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
ক. গোবিন্দদাস, খ. কায়কোবাদ, গ. ভুসুক পা, ঘ. কাহ্নপা, উত্তর: গ
১২। ‘পাহাড়তলী’ গ্রামে জন্মগ্রহণ করেন-
ক. মুকুন্দরাম চক্রবর্তী, খ. সৈয়দ শামসুল হক, গ. শামসুর রাহমান, ঘ. সেলিম আলদীন, উত্তর: গ
১৩। সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি?
ক. সহ + চর + র্য, খ. সহচর + ৎ ফলা, গ. সহচর + য, ঘ. কোনটিই নয়, উত্তর: গ
১৪। ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনা সংকলন?
ক. রূপকথা, খ. ছোটগল্প, গ. গ্রাম্যগীতিকা, ঘ. রূপকথা-উপকথা, উত্তর: ঘ
তথ্য : দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের বিখ্যাত লোকগল্পের সংকলন ‘ঠাকুরমার ঝুলি’, ‘ঠানদিদির থলে’, ‘ঠাকুরদাদার ঝুলি’।
১৫। ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন মনে মনে চলি’ এই চরণদ্বয়ের লেখক-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর, খ. কুসুমকুমারী দাস, গ. মদনমোহন তর্কালঙ্কার, ঘ. কৃষ্ণচন্দ্র মজুমদার, উত্তর: গ
১৬। ‘আফতাব’ শব্দের সমার্থ কোনটি?
ক. অর্ণব, খ. রাতুল, গ. অর্ক, ঘ. জলধি, উত্তর: গ
১৭। ‘অনীক’ শব্দের অর্থ-
ক. সূর্য, খ. সমুদ্র, গ. সৈনিক, ঘ. যুদ্ধক্ষেত্র, উত্তর: গ
১৮। বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ-
ক. বাগ + অম্বর, খ. বাগ + আড়ম্বর, গ. বাক্ + অম্বর, ঘ. বাক্ + আড়ম্বর, উত্তর: ঘ
১৯। জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?
ক. মধ্যপদলোপী কর্মধারয়, খ. ষষ্ঠী তৎপুরুষ, গ. পঞ্চমী তৎপুরুষ, ঘ. উপমান কর্মধারয়, উত্তর: ক