Wednesday, December 4, 2024

৩১তম বিসিএস পরীক্ষার বাংলা প্রশ্ন ও উত্তর

১। বাংলা গদ্যের জনক কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গ. উইলিয়াম কেরী, ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর, উত্তর: ক

২। ‘আনন্দমঠ’ উপন্যাসের লেখক কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়,  গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঘ. আনন্দমোহন বাগচী, উত্তর: ক

তথ্য : ‘সীতারাম’, ‘দেবী চৌধুরাণী’ ও আনন্দমঠের সমজাতীয় উপন্যাস।‘আনন্দমঠ’ উপন্যাসটি ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত।

৩। ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত ?
ক. দোলনচাঁপা, খ. বিষের বাঁশী,  গ. সাম্যবাদী, ঘ. অগ্নিবীণা, উত্তর: ঘ

ব্যাখ্যা: এটি ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবিতাগুলো হলো- ‘প্রলয়োল্লাস’, ‘বিদ্রোহী’, ‘রক্তাম্বরধারিণী মা’, ‘আগমনী’, ‘ধূমকেতু’, ‘কামালপাশা’, ‘আনোয়ার’, ‘রণভেরী’, সাত-ইল-আরব’, ‘খেয়াপারের তরণী’, ‘কোরবানী’ এবং ‘মোহররম’।

৪। তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
ক. জসীমউদ্দীন, খ. ফররুখ আহমদ, গ. আবুল হাসান, ঘ. শহীদ কাদরী, উত্তর: ক

তথ্য : পল্লীকবি জসীমউদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলায় তাম্বুলকানা গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি ১৯৭৬ সালের ১৩ মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন।

৫। ‘ছিন্নপত্র’ এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?
ক. ইন্দিরা দেবী, খ. কাদম্বরী দেবী,  গ. মৃণালিনী দেবী, ঘ. মৈত্রেয়ী দেবী, উত্তর: ক

তথ্য: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছিন্নপত্র’ ১৯১২ সালে প্রকাশিত হয়। এই গ্রন্থের অধিকাংশ পত্র তাঁর ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা। ইন্দিরা দেবী ছিলেন প্রমথ চৌধুরীর অর্ধাঙ্গিনী।

৬। আলাওলের ‘তোহফা’ কোন ধরনের কাব্য?
ক. আত্মজীবনী, খ. প্রণয়কাব্য, গ. নীতিকাব্য, ঘ. জঙ্গনামা, উত্তর: গ

৭। মাইকেল মধুসূদন দত্তের ‘বীরঙ্গনা কাব্য’ কোন ধরনের কাব্য ?
ক. মহাকাব্য, খ. সনেট, গ. পত্রকাব্য, ঘ. গীতিকাব্য, উত্তর: গ

তথ্য : মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘বীরঙ্গনা কাব্য’ ১৮৬২ সালে প্রকাশিত হয়। এটি একটি পত্রকাব্য। এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য ।

৮। ‘উজবুক’ শব্দটি কোন ভাষা হতে বাংলা ভাষায় এসেছে ?
ক. ফার্সি, খ. তুর্কি,  গ. পর্তুগিজ, ঘ. আরবি, উত্তর: খ

আরো তথ্য : বাংলা ভাষায় ব্যবহৃত আরো কতকগুলি তুর্কি শব্দ আলখাল্লা, উজবুক, কাঁচি, কাবু, কুলি, কুর্নিশ, ক্রোক, খাঁ, চাকর, চাকু, তোপ, দারোগা, বন্দুক, বারুদ, বাবা, বাবুর্চি, বোচকা, মুচলেকা, লাশ, সুলতান ইত্যাদি।

৯। সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ?
ক. বহুব্রীহি, খ. কর্মধারয়, গ. সুপসুপা, ঘ. অব্যয়ীভাব, উত্তর: ঘ

ব্যাখ্যা: ‘আনত’ শব্দের ব্যাসবাক্য – ঈষৎ নত। এটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ। পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। সামীপ্য, বিপ্সা (পৌন:পুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়।

১০। ‘অশোক সৈয়দ’ কার ছদ্মনাম?
ক. আব্দুল মান্নান সৈয়দ, খ. সৈয়দ আজিজুল হক, খ. আবু সয়ীদ আইয়ুব, ঘ. সৈয়দ শামসুল হক, উত্তর: ক

১১। সন্ধি সাধিত শব্দ ‘পরস্পর’ কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত ?
ক. ব্যঞ্জন ধ্বনি, খ. স্বর ধ্বনি, গ. নিপাতনে সিদ্ধ, ঘ. বিসর্গ সন্ধি, উত্তর: গ

সংজ্ঞা: যেসব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

১২। ‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক. পৃথ্বী, খ. নীর, গ. ক্ষিতি, ঘ. অবনী, উত্তর: খ

তথ্য : ‘অদিতি’ শব্দের অর্থ পৃথিবী। ‘অদিতি’ এর সমার্থক শব্দ – অবনী, বসমুতী, ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, মেদিনী, বসুধা, মহী, উর্বী, পৃথ্বী, ভুবন, জগৎ। ‘নীর’ শব্দের অর্থ পানি।

১৩। ‘পরাগলী মহাভারত’ খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি?
ক. সঞ্চয়, খ. কবীন্দ্র, পরমেশ্বর, গ. শ্রীকর নন্দী, ঘ. কাশীরাম দাস, উত্তর: খ

১৪। ‘বটতলার উপন্যাস’ গ্রন্থের লেখকের নাম কি?
ক. দিলারা হাশেম, খ. রাজিয়া খান, গ. রিজিয়া রহমান, ঘ. সেলিনা হোসেন, উত্তর: খ

১৫। ‘Quarterly’ শব্দের অর্থ কী?
ক. সাপ্তাহিক, খ. পাক্ষিক, গ. ষান্মাসিক, ঘ. ত্রৈমাসিক, উত্তর: ঘ

১৬। নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. নিশিথিনী, খ. নিশীথীনি, গ. নিশিথীনী, ঘ. নিশীথিনী, উত্তর: ঘ

১৭। ‘শিখন্ডী’ শব্দের অর্থ কী?
ক. কবুতর, খ. কোকিল,  গ. খরগোশ, ঘ. ময়ূর, উত্তর: ঘ

১৮। সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?
ক. ৬, খ. ২, গ. ৪, ঘ. ৫, উত্তর: খ

তথ্য : অলঙ্কার প্রধানত দুই প্রকার। যথা-শব্দালঙ্কার ও অর্থালঙ্কার।

১৯। অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি?
ক. ১৯৯৭, খ. ১৯৯৮, গ. ১৯৯৯, ঘ. ২০০০, উত্তর: গ

ব্যাখ্যা: অধ্যাপক আহমদ শরীফ ১৯২১ সালের ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের সুচক্রদন্ডীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মূলত একজন গবেষক। ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি তিনি পরলোকগমন করেন।

Related Articles

Latest Articles