Wednesday, October 9, 2024

৩২তম বিসিএস পরীক্ষার বাংলা প্রশ্ন ও উত্তর

১। ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. কলাপী, খ. নীরধি, গ. বিটপী, ঘ. অবনি, উত্তর: গ

আরো তথ্য: ‘বৃক্ষ’ এর সমার্থক শব্দ গাছ, পাদপ, তরু, শাখী, বিটপী, অটবী, মহীরুহ, দ্রম, উদ্ভিদ, পর্ণী, পল্লবী।

২। ‘Subconscious’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল-
ক. অর্ধচেতন, খ. অবচেতন, গ. চেতনাহীন, ঘ. চেতনাপ্রবাহ, উত্তর: খ

৩। কোনটি ইংরেজি শব্দ-
ক. ম্যাজেন্টা, খ. পিস্তল, গ. আলমারি, ঘ. কমা, উত্তর: ঘ

৪। ‘শূন্যপুরাণ’ রচনা করেছেন-
ক. রামাই পন্ডিত, খ. শ্রীকর নন্দী,  গ. বিজয় গুপ্ত, ঘ. লোচন দাস, উত্তর: ক

৫। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে-
ক. পরাকাষ্ঠা, খ. অভিব্যক্তি, গ. পরিশ্রান্ত, ঘ. অনাবৃষ্টি, উত্তর: ঘ

প্রাসঙ্গিক তথ্য: অনাবৃষ্টি = অনা + বৃষ্টি। এখানে ‘অনা’ বাংলা উপসর্গ। বাংলা ভাষায় ব্যবহৃত বাংলা উপসর্গ মোট একুশটি। যথা- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

৬। ‘পালামৌ’ ভ্রমণকাহিনীটি কার রচনা?
ক. শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়, খ. সুনীল গঙ্গোপাধ্যায়,  গ. সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, ঘ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, উত্তর: গ

৭। ‘দিবারাত্রির কাব্য’ কার লেখা উপন্যাস?
ক. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, খ. শ্রী কুমার বন্দ্যোপাধ্যায়, গ. ঈশান চন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়, উত্তর: ঘ

আরো তথ্য : উপন্যাসটির প্রকাশকাল ১৯৩৫ খ্রিষ্টাব্দ।

৮। কোনটি শুদ্ধ বানান?
ক. আকাংখা, খ. আকাক্সক্ষা, গ. আকাঙ্খা, ঘ. আকাংক্ষা, উত্তর: খ

৯। কোনটি সাধিত শব্দ নয়?
ক. পানসা, খ. ফুলেল, গ. গোলাপ, ঘ. হাতল, উ : গ

বিস্তারিত আলোচনা: যে সব শব্দ বিশ্লেষণ করা যায় না , সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন: গোলাপ, ঘুম, চার, তিন। যে সব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক শব্দের সমাস কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে। যেমন- হাতল (হাত + ল), ফুলেল (ফুল হইতে তৈরি), ঘুমন্ত, ইত্যাদি।

১০। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
ক. পদ্মরাগ, খ. পদ্মগোখরা, গ. পদ্মপুরাণ, ঘ. পদ্মাবতী, উত্তর: খ

ব্যাখ্যা: ‘পদ্মগোখরা’ গল্পটি কাজী নজরুল ইসলামের শিউলীমালা গল্পগ্রন্থের অন্তর্ভূক্ত। ‘পদ্মরাগ’ বেগম রোকেয়া সাখাওয়াত রচিত একটি উপন্যাস।‘পদ্মপুরান’ একটি মঙ্গলকাব্য , কবির নাম বিজয়গুপ্ত। ‘পদ্মাবতী’ মহাকবি আলাওল রচিত বিখ্যাত প্রণয়োপাখ্যান। এটি মুলত হিন্দি কবি মনঝন এর পদুমাবত কাব্যের বাংলা অনুবাদ।

১১। ‘আনোয়ারা’ গ্রন্থটি কার রচনা?
ক. কাজী এমদাদুল হক, খ. মীর মশাররফ হোসেন, গ. মোহাম্মদ নজিবর রহমান, ঘ. ইসমাইল হোসেন সিরাজী, উত্তর: গ

তথ্য: মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরতেœর প্রথম ও সবচেয়ে বিখ্যাত উপন্যাস ‘আনোয়ারা’ ১৯১৪ সালে প্রকাশিত হয়।

১২। ‘বীরবল’ ছদ্মনামে কে লিখতেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর, খ. মুনীর চৌধুরী,  গ. সমরেশ বসু, ঘ. প্রমথ চৌধুরী, উত্তর: ঘ

ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ‘ভানুসিংহ ঠাকুর’। সমরেশ বসু ‘কালকূট’ ছদ্মনামে লিখতেন। মুনির চৌধুরীর কোন ছদ্ম ছিল না।

১৩। কোনটি ‘বাতাস’ শব্দের সমার্থক নয়?
ক. পাবক, খ. মারুত, গ. পবন, ঘ. অনিল, উত্তর: ক

তথ্য: ‘বাতাস’ এর সমার্থক শব্দ অনিল, সমীর, মারুত, মরুৎ, সমীরণ, বাত, পবন ইত্যাদি। ‘পাবক’ শব্দের অর্থ আগুন।

১৪। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
ক. বর্ণ, খ. শব্দ, গ. অক্ষর, ঘ. ধ্বনি, উত্তর: ঘ

তথ্য: মানুষের বাক্য প্রত্যঙ্গ সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলা হয়। ধ্বনি হচ্ছে ভাষার সবচয়ে ক্ষুদ্রতম মৌলিক উপাদান।

১৫। ‘গাছপাথর’ বাগধারাটির অর্থ কি?
ক. ভূমিকা করা, খ. হিসাব নিকাশ, গ. অসম্ভব বস্তু, ঘ. বাড়াবাড়ি করা, উত্তর: খ

১৬। ‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।’ এটি একটি-
ক. যৌগিক বাক্য, খ. জটিল বাক্য, গ. মিশ্র বাক্য, ঘ. সরল বাক্য, উত্তর: ঘ

সংজ্ঞা: যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে।

১৭। ‘তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন?’ এই প্রবাদটির রচয়িতা কে?
ক. মীর মশাররফ হোসেন, খ. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর, উত্তর: গ

তথ্য: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকু-লা’ উপন্যাসে এই প্রবাদটি ব্যবহার করেন।

১৮। ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
ক. আরেক ফাল্গুন, খ. জীবন ঘষে আগুন, গ. নন্দিত নরকে, ঘ. পিঙ্গল আকাশ, উত্তর: ক

১৯। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি?
ক. এই সব দিনরাত্রি, খ. নূরলদীনের সারা জীবন,  গ. একাত্তরের দিনগুলি, ঘ. সৎ মানুয়ে খোঁজে, উত্তর: গ

তথ্য: ‘একাত্তরের দিনগুলি’ জাহানারা ইমাম রচিত মৃক্তিযুদ্ধের স্মৃতিকথা।

Related Articles

Latest Articles